ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত-পাকিস্তান, বাংলাদেশ-ইংল্যান্ডের টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
ভারত-পাকিস্তান, বাংলাদেশ-ইংল্যান্ডের টিকিট শেষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গত বছর ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঞ্চস্থ হয় ভারত-পাকিস্তান ম্যাচ। সব সময়ই উত্তেজনার বারুদে ঠাসা এই দুই দেশের আরও একটি লড়াই সন্নিকটে। গত বছর ঢাকার সেই ম্যাচের আগে স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য ছাড়া টিকিট মাত্র সোয়া ১ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল।

এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ এ ম্যাচটির টিকিট বিক্রি শেষ।

আগামী ০১ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে আইসিসির এই মেগা ইভেন্ট।

এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দু’টি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসরে খেলেছিল। ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিল। তার আগে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরমেটে খেলেছিল। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত বিশ্বকাপ ওয়ানডে ম্যাচের আগে টিকিট বাজারে ছাড়ার মাত্র ১২ মিনিটেই শেষ হয়ে যায়!

এবার শুধু ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচই নয়, আরও ৮টি ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে। আগামী ৪ জুন বার্মিংহামের এজবাস্টানে 'বি' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ভেন্যুটির ধারণক্ষমতা সর্বোচ্চ ২৪ হাজার ৮০৩ জন।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দর্শকে ঠাসা স্টেডিয়ামের গ্যালারি। চাপা উত্তেজনা-উৎকন্ঠা, আবার কখনো উচ্ছ্বাস-উন্মাদনা। শুধু স্টেডিয়ামেই নয়, টেলিভিশনের পর্দায় কোটি দর্শক চোখ রেখে উচ্ছ্বাস-উন্মাদনার সমুদ্রে এবারো ভাসবেন।

এদিকে, আরও জানা যায়, স্বাগতিক ইংল্যান্ডের ম্যাচগুলোর টিকিটও শেষ হয়ে গেছে। ০১ জুন উদ্বোধনী দিনে বাংলাদেশের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। তবে, ৬ জুন কার্ডিফে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের কিছু টিকিট এখনও অবিক্রিত রয়েছে৷ তবে ১০ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে৷ এ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনালের টিকিট শেষ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৩ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।