ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

প্লে-অফে কলকাতা, দুইয়ে ওঠার সুযোগ মিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
প্লে-অফে কলকাতা, দুইয়ে ওঠার সুযোগ মিস মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে শেষ ম্যাচে হেরেও প্লে-অফ নিশ্চিত করেছে গৌতম গম্ভীরের কলকাতা। কিন্তু হেরে যাওয়ায় দুইয়ে ওঠার সুযোগ মিস হয়েছে/ছবি: সংগৃহীত

ইডেন গার্ডেনসে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে নিজেদের শেষ ম্যাচে হেরে গেলেও প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু, শীর্ষ দুইয়ে ওঠার সুযোগটা হাতছাড়া করেছে গৌতম গম্ভীরের দল।

পয়েন্ট টেবিলের শীর্ষে খেকেই রাউন্ড রবিন পর্ব শেষ করলো মুম্বাই। ঘরের মাঠে ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ রানে হার মানে কেকেআর।

নির্ধারিত ওভার শেষে ৮ উইকেচে ১৬৪ করতে সমর্থ হয় স্বাগতিকরা।

সর্বোচ্চ ৩৩ রান করেন মানিশ পান্ডে। ওপেনার ক্রিস লিন ২৬ রান করে আউট হন। এছাড়া অধিনায়ক গম্ভীর ২১, ইউসুফ পাঠান ২১, কলিন ডি গ্র্যান্ডহোম ২৯ ও কুলদিপ ‍যাদবের ব্যাট থেকে আসে ১৬। দু’টি করে উইকেট নেন টিম সাউদি, বিনয় কুমার ও হার্দিক পান্ডে। মিচেল জনসন ও করন শর্মা নেন একটি করে।

এর আগে টস জিতে মুম্বাইয়ে ব্যাটিংয়ে পাঠান কলকাতা দলপতি গম্ভীর। পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৩ রান তোলে ভিজিটররা। অর্ধশতক হাঁকান ওপেনার সৌরব তিওয়ারি (৫২, রানআউট) ও আম্বাতি রাইডু (৬৩)। অধিনায়ক রোহিত শর্মা করেন ২৭। ১৩ রানে বিদায় নেন কাইরন পোলার্ড। ট্রেন্ট বোল্ট দু’টি ও বাকি দুই উইকেট নেন কুলদিপ যাদব, অঙ্কিত রাজপুত।

নেট রান রেটে বড় ব্যবধানে এগিয়ে থাকায় শেষ ম্যাচে মুম্বাইয়ের কাছে হেরেও প্লে-অফ নিশ্চিত কলকাতার। পূর্ণ ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অবস্থান তৃতীয়। এদিকে, দিনের প্রথম ম্যাচে গুজরাট লায়ন্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ডেভিড ওয়ার্নারের টিম। ২০ পয়েন্টে শীর্ষস্থানধারী মুম্বাই সরাসরি ফাইনাল খেলার মিশনে নামবে।

তিনটি দল প্লে-অফে উঠে গেছে। শীর্ষ চারের লড়াইটা এখন রাইজিং পুনে সুপারজায়ান্ট  ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে। রোববার (১৪ মে) মুখোমুখি হবে দু’দল। গ্লেন ম্যাক্সওয়েলের পাঞ্জাবের জন্য এটি ‘মাস্ট উইন ম্যাচ’। অন্যদিকে, নেট রান রেটে পিছিয়ে থাকা ধোনি-স্মিথের পুনে দ্বিতীয় স্থানের লক্ষ্যে জয় ভিন্ন কিছুই ভাবছে না।  ১৩ ম্যাচ শেষে দু’দলের পয়েন্ট যথাক্রমে ১৬ ও ১৪।

শীর্ষ পাঁচ দলের নেট রান রেট যথাক্রমে +০.৭৮৪, +০.৫৯৯, +০.৬৪১, -০.০৮৩, +০.২৯৬।

আগামী ১৬ মে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হবে। জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। হেরে গেলেও সুযোগ থাকছে। পরদিন এলিমিনেটর ম্যাচে নামবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দু’দল। ১৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ীদের মোকাবেলা করবে প্রথম প্লে-অফে হেরে যাওয়া দল। ফাইনাল ২১ মে।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, ১৪ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।