ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকা ক্রিকেট অ্যাওয়ার্ডে ডি ককের দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
দ. আফ্রিকা ক্রিকেট অ্যাওয়ার্ডে ডি ককের দাপট কুইন্টন ডি কক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন কুইন্টন ডি কক। বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ডি ককময় বললেও ভুল হবে না! আরও চারটি পুরস্কার জিতেছেন ২৪ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। টেস্ট ও ওয়ানডেতেও বর্ষসেরার আসনে ডি কক।

টি-টোয়েন্টির সেরা হতে পারেননি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে প্রোটিয়ারের বর্ষসেরা ইমরান তাহির।

গত বছর কাগিসো রাবাদার ছয়টি অ্যাওয়ার্ড জেতার কীর্তির কাছাকাছি পৌঁছান ডি কক। তার হাতে ওঠে পাঁচটি মর্যাদাপূর্ণ একক পুরস্কার।

‘প্লেয়ার্স প্লেয়ার অব দ্য ইয়ার’ ও ‘ফ্যানস প্লেয়ার অব দ্য ইয়ার’ অ্যাওয়াড নিজের করে নেন ডি কক। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে আগমন হওয়া বছরের সেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছেন ২৭ বছর বয়সী কেশব মহারাজ।

স্মরণীয় হয়ে থাকার মতো দুর্দান্ত একক মুহূর্তের স্বীকৃতি পেয়েছেন তেম্বা বাভুমা ও রাবাদা। দু’টিই এসেছে একই ম্যাচ থেকে। গত বছরের নভেম্বরে পার্থ টেস্টে ডেভিড ওয়ার্নারকে রানআউটের জন্য ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ এ ভূষিত হন বাভুমা আর উসমান খাজাকে বোল্ড করার নৈপুণ্যে বর্ষসেরা ডেলিভারির মালিক রাবাদা।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ১৪ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।