ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘তারাই আসল অল-রাউন্ডার’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
‘তারাই আসল অল-রাউন্ডার’ ছবি: সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে অনুভূতি নিংড়ানো মধুর শব্দ ‘মা’। যে শব্দে প্রশান্তি, ভালোবাসা ও আকুল আবেগ জড়ানো। বাংলাদেশসহ বেশ কিছু দেশে ১৪ মে বিশ্ব মা-দিবস পালন করা হচ্ছে। বাংলাদেশি তারকা ক্রিকেটাররা মা-দিবসে জানাচ্ছেন মায়েদের প্রতি নিজেদের ভালোবাসার কথা।

বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে আয়ারল্যান্ড সফরে রয়েছে। সেখানে স্বাগতিক দল ও নিউজিল্যান্ডের সঙ্গে চলছে ত্রিদেশীয় সিরিজ।

চলতি সিরিজ শেষে আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে পাড়ি জমাবে টাইগাররা। ১ জুন ইংল্যান্ডেই বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

আয়ারল্যান্ডের মাটিতে থেকেই সাকিব-মুশফিকরা বিশ্বের সকল মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন নিজ নিজ ফেসবুক পেজে।

মা দিবস উপলক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার আর বাংলাদেশের টি-টোয়েন্টির দলপতি সাকিব তার ফেসবুক পেইজে নিজের মা ও মেয়ে আলাইনার একটি ছবি দিয়ে লেখেন, ‘মায়েদের কাজ এর কোনো শেষ নেই। মায়েরা কাজ করে, রান্না করে, বাজার করে, সেবা করে এবং আরও অনেক কিছু করে। কিন্তু এতো কিছুর পরও মায়েরা থেমে থাকে না। তাই তো তারা আসল অল-রাউন্ডার! সকল অল-রাউন্ডার মায়েদের জানাই মা দিবসের শুভেচ্ছা। ’

.টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেইজে মায়ের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন। তিনি লিখেছেন, ‘আমি যে আজকে এতদূর আসতে পেরেছি এটার পেছনে আমার মায়ের অনেক বিরাট অবদান রয়েছে। আমাদের সম্পর্কটা ভাষায় বোঝানো যাবে না...মায়ের হাসিই আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। অনেক ভালোবাসি তোমাকে মা। সকল মায়েদের জানাই মা দিবসের শুভেচ্ছা। ’

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১৪ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।