ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৮ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মে ১৪, ২০১৭
চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৮ কোটি টাকা ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে জুনের ১ তারিখ থেকে ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে অংশ নেবে বিশ্বের সেরা আটটি দেশ। উদ্বোধনী দিনেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করেছে। অফিসিয়াল ঘোষণায় জানানো হয়, এবারের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ২২ লাখ মার্কিন ডলার (২.২ মিলিয়ন)।

যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা! গত আসরের চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২০ লাখ ডলার।

সব মিলিয়ে এবারের আসরে দলগুলোকে দেওয়া হবে ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৪৫ লাখ মার্কিন ডলার। আইসিসির মেগা এই ইভেন্টে এবারের আসরে গত টুর্নামেন্টের চেয়ে মোট প্রাইজমানি ৫ লাখ ডলার বেড়েছে।

রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক, ১১ লাখ মার্কিন ডলার। গত টুর্নামেন্টে রানার্সআপের প্রাইজমানি ছিল ১০ লাখ মার্কিন ডলার (চ্যাম্পিয়ন দলের অর্ধেক)।

শুধু চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ দলই নয়, সেমিফাইনালে জায়গা করতে পারলেও বড় অংকের অর্থ পাবে দলগুলো। সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই দল এবার পাবে সাড়ে ৪ লাখ মার্কিন ডলার করে। গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থেকে যাওয়া দল পাবে ৯০ হাজার মার্কিন ডলার। আর গ্রুপের তলানীতে (চতুর্থ স্থান) থাকা দল পাবে ৬০ হাজার মার্কিন ডলার। কোন ম্যাচ না জিতলেও তাই দুই গ্রুপের চতুর্থ স্থান পাওয়া দুটি দলের পকেটে আসবে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৪৮ লাখ টাকা।

টুর্নামেন্টে দুটি গ্রুপে চারটি করে দল রয়েছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এজবাস্টন, ওভাল ও কার্ডিফ স্টেডিয়াম। গ্রুপপর্বে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের বিপক্ষে। অন্য গ্রুপে থাকা চারটি দল হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১৪ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।