ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পাঞ্জাবের বিদায়, দুইয়ে পুনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
পাঞ্জাবের বিদায়, দুইয়ে পুনে ছবি: সংগৃহীত

বাঁচা-মরার লড়াইয়ে জিততেই হতো পাঞ্জাবকে। অথচ ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে মাত্র ৭৩ রান তুলতেই অলআউট হয় প্রীতি জিনতার দলটি। ৪৮ বল হাতে রেখে পুনে জয় তুলে নেয় ৯ উইকেটের বড় ব্যবধানে।

প্লে-অফ নিশ্চিত করা পুনে এই ম্যাচ জিতে টেবিলের দুইয়ে চলে গেল। ৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১২ ওভার ব্যাট করে জয়ের বন্দরে পৌঁছে পুনে।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পুনের দলপতি স্টিভেন স্মিথ। আগে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাবের ওপেনার মার্টিন গাপটিল ইনিংসের প্রথম বলেই বিদায় নেন। আরেক ওপেনার রিদ্ধিমান শাহা ১৩ রান করেন। তিন নম্বরে নামা শন মার্শের ব্যাট থেকে আসে ১০ রান। ইয়ন মরগান, তেওয়াতিয়া, দলপতি ম্যাক্সওয়েল কেউই ৪ রানের বেশি করতে পারেননি।

আকসার প্যাটেল ২০ বলে ২২ আর স্বপ্নীল সিং ১৭ বলে ১০ রান করে না দিলে ৫০-এর ঘরেই আটকে যেত পাঞ্জাব।

.পুনের শার্দুল ঠাকুর ৪ ওভারে ১৯ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট পান জয়দেব, ড্যানিয়েল ক্রিস্টিয়ান আর অ্যাডাম জাম্পা। দলের সেরা তারকা বোলার বেন স্টোকস কোনো উইকেট না পেলেও ৩ ওভারে খরচ করেন ১০ রান।

৭৪ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় পুনে। ওপেনার ত্রিপাথি ২০ বলে ২৮ রান করে বিদায় নেন। আরেক ওপেনার আজিঙ্কা রাহানে ৩৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ১৮ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন দলপতি স্টিভেন স্মিথ।

গ্রুপপর্বের ১৪ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে মুম্বাই। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে হায়দ্রাবাদ, ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে কলকাতা। পুনের পয়েন্ট ছিল ১৬। এই ম্যাচে জিতে দুইয়ে চলে গেল পুনের দলটি। ১৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা পাঞ্জাবকে এখান থেকেই আসর শেষ করতে হলো।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৪ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।