ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে ফিরতে ইচ্ছুক স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
টাইগারদের বিপক্ষে ফিরতে ইচ্ছুক স্টেইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন ধরেই নেই দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। কাঁধের অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে না উঠায় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই এই প্রোটিয়া। বাংলাদেশ সিরিজ দিয়ে স্টেইন ফিরতে চান আন্তর্জাতিক ক্রিকেটে।

গত নভেম্বর থেকে মাঠের বাইরে ডানহাতি এই পেসার। এদিকে, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় খেলবে বাংলাদেশ।

তার আগে ‘এ’ দলের জার্সিতে কয়েকটি ম্যাচ খেলে নিজেকে যাচাই করতে চান স্টেইন।

নিজের ফিটনেস প্রমাণ করার জন্য ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে দুটি চার দিনের ম্যাচ খেলার কথা থাকলেও সমযের চেয়ে পুনর্বাসন প্রক্রিয়া বেশি লাগায় পরে তিনি নাম প্রত্যাহারের অনুরোধ করেন।

স্টেইন জানান, ‘প্রত্যাশার চেয়ে সেরে উঠতে আমার একটু বেশি সময় লাগছে। দৌড়ানো, হাইকিং ও জিম করার মতো অনেক কিছুই করতে পারছি, কিন্তু বোলিং করতে পারছি না। আমি যথাসময়ে প্রস্তুত হতে পারবো না। ’
 
তিনি আরও জানান, ‘অবশ্যই আমাকে ম্যাচ খেলার মতো নিজেকে তৈরি করতে হবে। ‘এ’ দলের জার্সিতে খেলার অন্যতম কারণ ছিল যেন আমি টেস্টের আগে ম্যাচ ফিটনেস কিছুটা ফিরে পাই। তাই, বাংলাদেশ সিরিজের আগে আমাকে খেলার মধ্যে থাকতে হবে। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে খেলার প্রত্যাশা করছি। ’

গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন স্টেইন। আগামী ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করবে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা সফরে টাইগাররা দুটি টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ১৫ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।