ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বাস্তবতা মানছেন জাহানারা-সালমাদের কোচ ক্যাপেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
বাস্তবতা মানছেন জাহানারা-সালমাদের কোচ ক্যাপেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ নারী ক্রিকেট দল সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত ফেব্রুয়ারিতে। শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাইয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে আর একটি ম্যাচও খেলতে পারেনি। ভবিষ্যতে কবে খেলবে সেই বিষয়টি আজও নির্দিষ্ট করে জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেটের নারী উইং।

সেই দলের কোচ হিসেবে ডেভিড ক্যাপেলের সময়টাও অলস কাটছে। ছাত্রীদের অনুশীলন নিয়ে ব্যস্ততা নেই, নেই প্রশিক্ষণের তাড়াও।

সঙ্গত কারনেই বিষয়টি নিয়ে তার উদগ্রীব থাকার কথা। কিন্তু তিনি মোটেও তা নন।

শিষ্যদের অব্যাহত আন্তর্জাতিক ম্যাচহীনতার বিষয়টিকে নেতিবাচকভাবে নিচ্ছেন না এই বর্ষীয়ান ইংলিশ কোচ। সোমবার (১৫ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে তিনি গণমাধ্যমকে বলেন, ‘দেখুন বাস্তবতা এমনই। আমরা বিশ্বকাপে খেলতে না পারায় বাকি দলগুলো যারা ওখানে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা সবাই এখন ব্যস্ত। আমরা চাইলেও প্রত্যাশিত কোনো দলের সাথে খেলতে পারি না। কিন্তু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আশা করি যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি তাতে সফল হব। ’

প্রায় আড়াই মাসের ছুটি কাটিয়ে মঙ্গলবার (১৬ মে) থেকে অনুষ্ঠেয় নারী ক্রিকেট দলের জাতীয় লিগ দেখতে  গত পরশু ঢাকা এসেছেন ডেভিড ক্যাপেল। তার প্রত্যাশা এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে আসবে আগামীর টাইগ্রেসরা।
.যেহেতু রুমানা, সালমারা বহুদিন খেলার মধ্যে নেই তাই তাদের মোটিভেট করাটাও সহজ হওয়ার কথা নয়। কিন্তু কোচ তেমনটি মোটেও ভাবছেন না, ‘আমার মনে হয় ওদের আলাদা করে মোটিভেট করার কিছু নেই। ওরা জানে ঠিক কোন কাজটি ওদের করতে হবে। ’

দেশের ৮টি বিভাগের মেয়েদের অংশগ্রহণে মঙ্গলবার (১৬ মে) থেকে দুই ভেন্যু; রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বগুড়ার শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারী দলের জাতীয় ক্রিকেট লিগ। সোমবার (১৫ মে) রাজশাহীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন কোচ ক্যাপেল। ১২ দিনের সংক্ষিপ্ত সফর শেষে এ মাসের ২৫ তারিখে আবার তিনি ইংল্যান্ডে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ১৫ মে ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।