ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মিসবাহ-ইউনিসের বিদায়ের পর পূর্ণাঙ্গ র‌্যাংকিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
মিসবাহ-ইউনিসের বিদায়ের পর পূর্ণাঙ্গ র‌্যাংকিং মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্টের পর পূর্ণাঙ্গ র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি/ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার ডমিনিকা টেস্টের (১০-১৪ মে) পর পূর্ণাঙ্গ টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। দলীয় অবস্থান অপরিবর্তিত থাকলেও ব্যাটিং-বোলিংয়ে পরিবর্তন লক্ষণীয়। এ ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন পাকিস্তানের দুই ব্যাটিং স্তম্ভ মিসবাহ উল হক ও ইউনিস খান।

মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্টে ১০১ রানের রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ (২-১) জেতার গৌরব অর্জন করে তারা।

পঞ্চম দিনের শেষদিকে এসে দলের জয় নিশ্চিত করেন দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখানো লেগ স্পিনার ইয়াসির শাহ। ক্যারিবীয়রা আর ১.১ ওভার পার করলেই সমতায় শেষ হতো তিন ম্যাচের টেস্ট সিরিজ!

সিরিজ সেরার পুরস্কার জেতেন তিন টেস্টে ২৫টি উইকেট নেওয়া ইয়াসির। মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্টে বল হাতে তার অবদান ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় ইনিংসে একাই তুলে নেন পাঁচ উইকেট (দুই ইনিংসে ৮টি)। দুর্দান্ত পারফরম্যান্সে র‌্যাংকিংয়ে নিজের ১৩তম অবস্থান ধরে রেখেছেন ইয়াসির।

ক্যারিয়ারের ইতি টানা ইউনিস ও মিসবাহ দু’জনই র‌্যাংকিংয়ে পিছিয়েছেন। দুই ধাপ অবনমনে ১৬ নম্বরে নেমে গেছেন ইউনিস ও এক ধাপ পিছিয়ে ২১ নম্বরে মিসবাহ। বিদায়ী ম্যাচের দুই ইনিংসে দু’জনের রান যথাক্রমে ৫৩ (১৮, ৩৫) ও ৬১ (৫৯, ২)।

দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে পাকিস্তানের আজহার আলী ও ও. ইন্ডিজের রোস্টান চেজের প্রভাব স্পষ্ট। গত ডিসেম্বরে ক্যারিয়ার সেরা ষষ্ঠ র‌্যাংকিং পাওয়া ইয়াসির এক ধাপ এগিয়ে সাত নম্বরে অবস্থান করছেন। দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৩০ (১২৭, ৩)।

৬৯ ও ১০১ রানের অপরাজিত ইনিংস খেলা চেজ ২১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৮ নম্বরে উঠে এসেছেন। কিন্তু, দলের সিরিজ হার এড়াতে পারেননি। ম্যাচের দ্বিতীয় ইনিংসে অপরাজিত শতক হাঁকিয়েও নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে হারের হতাশায় ডোবেন।

সিরিজ নির্ধারণী ম্যাচ শেষে ক্যারিবিয়ান অন্যান্য খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক জেসন হোল্ডার (৫৪, +৭) ও শাই হোপ (৯৭, +৪) ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পেয়েছেন। পাকিস্তানের বাবর আজম আট ধাপ উন্নতিতে ৯৮ নম্বরে নাম লিখিয়েছেন।

বোলারদের মধ্যে ক্যারিবীয় লেগস্পিনার দেবেন্দ্র বিশু তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৬তম অবস্থানে। দুই ইনিংসেই দু’টি করে উইকেট নেন তিনি। পাকিস্তান পেসার মোহাম্মদ আব্বাসের উত্থান অব্যাহত। ছয় উইকেট নিয়ে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৪তম অবস্থানে উঠে এসেছেন। তার সঙ্গী হাসান আলী অভিষেক টেস্টে তিনটি উইকেট নিয়ে র‌্যাংকিংয়ের ৯৬তম স্থানে প্রবেশ করেছেন।

ও. ইন্ডিজের হোল্ডার দুই ধাপ এগিয়ে ৩৮, আলজারি জোসেফ ৯ ধাপ এগিয়ে ৬৩ ও চেজ ১০ ধাপ এগিয়ে ৭৬তম স্থানে। বোলিংয়ে সবাই ক্যারিয়ার সেরা র‌্যাংকিং অর্জন করেছেন।

এদিকে, অলরাউন্ডারদের শীর্ষস্থান যথারীতি বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসানের দখলেই। রেটিং পয়েন্ট অবশ্য কিছুটা কমেছে। ৪৪৩ থেকে ৪৩১। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রবিন্দ্র জাদেজার ক্যারিয়ার সেরা রেটিং অপরিবর্তিত (৪২২)। তিনে জাদেজার স্বদেশী তারকা রবিচন্দ্রন অশ্বিন (৪১৩)।

দলীয় র‌্যাংকিংয়ে আগের পঞ্চম স্থানেই পাকিস্তান। সিরিজ জিতলেও রেটিং পয়েন্টে (৯৭) কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে, অষ্টম স্থানধারী ওয়েস্ট ইন্ডিজ ১ রেটিং পয়েন্ট অর্জন করে ৭০-এর ঘরে। ৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিবীয়দের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ। তলানিতে জিম্বাবুয়ে। নাম্বার ওয়ান পজিশনে ভারত (১২২)। দুইয়ে দক্ষিণ আফ্রিকা (১০৯) ও ১ রেটিং পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। চার নম্বরে ইংল্যান্ড, ছয়ে নিউজিল্যান্ড ও সপ্তম স্থানে শ্রীলঙ্কা‍।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ১৫ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।