ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিবির নিরাপত্তা প্রস্তাবে ক্যারলের সন্তোষ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
বিসিবির নিরাপত্তা প্রস্তাবে ক্যারলের সন্তোষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগস্ট-সেপ্টেম্বরে স্বাগতিক বাংলাদেশের সাথে সিরিজ চলাকালীন সময়ে সফরকারী অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে নিরাপত্তা পরিকল্পনা ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে সফররত ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল।

মঙ্গলবার (১৬ মে) পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শকের সাথে বৈঠক শেষে তিনি গণমাধ্যমের সামনে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘গত বছর ইংল্যান্ডকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল সেটা সন্তোষজনক ছিল। একই নিরাপত্তা অস্ট্রেলিয়াকেও দেয়া হবে।

তাছাড়া সিরিজ চলাকালীন সময়ে সামগ্রিক নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি পূর্ণ রুটিন নিরাপত্তা পরিকল্পনা আমাদের দেবে। ’

ক্যারল এ সময় আরও জানান, ‘নিরাপত্তার প্রশ্নে আমরা বাংলাদেশ সরকার ও বিসিবির সঙ্গে কাজ করার কথা ভাবছি। যাতে করে সিরিজটি সফলভাবে অনুষ্ঠিত হয়। ’

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও বললেন, গত বছর ইংল্যান্ডকে যে নিরাপত্তা দেয়া হয়েছিল সেটাই আগস্টে সফররত অস্ট্রেলিয়াকে দেয়া হচ্ছে। তাতে ক্যারল দ্বিমত করেননি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলে বিসিবি উক্ত নিরাপত্তার চেয়েও বাড়তি নিরাপত্তা অস্ট্রেলিয়ার জন্য নিশ্চিত করবে।

তিনি আরও জানান, ‘ইংল্যান্ড ক্রিকেট টিমকে যে নিরাপত্তা ব্যবস্থা দিয়েছিলাম সে অনুযায়ী অস্ট্রেলিয়াকে নিরাপত্তা দেওয়া হবে। আমরা আজকে আইজিপি মহোদয়ের সঙ্গে বসেছিলাম। তিনি আশ্বস্ত করেছেন এর বাইরেও যদি কিছু করতে হয় তাও করা হবে। ’

সুজন আরও যোগ করেন, যে নিরাপত্তা পরিকল্পনা দিয়েছি তাতে আমরা আশা করছি যে তারা খুবই খুশি। আপনারা জানেন নিরাপত্তা ব্যবস্থা ও সুযোগ-সুবিধা দেখতে স্বশরীরে ক্যারল এসেছেন। তবে ক্রিকেট অস্টেলিয়ার পক্ষ থেকে বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা এখনও চাওয়া হয়নি। ওনারা মূলত এখানে এসেছেন নিরাপত্তা ব্যবস্থা দেখতে। জুলাইয়ের দিকে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে সামগ্রিক সুযোগ-সুবিধা দেখতে আবার তারা আসবেন।

দুই দিনের সফরে পুলিশের মহাপরিদর্শক ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজিএফআই ও র‌্যাবের সাথে বৈঠক করবেন ক্যারল। এরপর সময় করতে পারলে বুধবার (১৭ মে) তিনি মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করবেন।

উল্লেখ্য, আগস্ট-সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে সোমবার (১৫ মে) দিবাগত রাতে ঢাকা আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ১৬ মে ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।