ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বাঁচা-মরার লড়াইয়ে বিপাকে হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৭
বাঁচা-মরার লড়াইয়ে বিপাকে হায়দ্রাবাদ ছবি: সংগৃহীত

আইপিএলের এলিমিনেটরের বাঁচা-মরার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ দলের পেসার আশিস নেহরাকে পাচ্ছে না। এলিমিনেটর ম্যাচে কলকাতার বিপক্ষে শঙ্কা থাকছে মিডলঅর্ডারের অস্ত্র যুবরাজ সিংকে নিয়েও। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকেও ফিটনেস টেস্ট উতরাতে হবে।

দলের কোচ টম মুডি জানিয়েছেন, কলকাতার বিপক্ষে নেহরাকে পাওয়া যাচ্ছে না। এই মৌসুমের আইপিএল তার জন্য শেষ বলা যায়।

যুবরাজকে ফিটনেস প্রমাণ দিতে হবে। আমরা যুবরাজের ফেরার ব্যাপারে শতভাগ আশ্বাস দিতে পারছি না। তবে, যতটুকু সম্ভব তাকে আমরা সাহায্য করবো। দলে তাকে খুব বেশি দরকার। এই স্টেজে তার মতো সিনিয়র ক্রিকেটার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাকে সব রকম সুবিধা দিতে আমরা প্রস্তুত। ’

গত ৬ মে ঘরের মাঠে পুনের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভার করতে এসে হ্যামিস্ট্রিংয়ে চোট পান ৩৬ বছর বয়সী নেহরা। গত বছর থেকেই এই চোট তাকে বেশ কয়েকবার মাঠের বাইরে ছিটকে দেয়। মোহাম্মদ নবী গুরুতর কোনো চোটে না পড়লেও তার ফিটনেস নিয়ে প্রশ্ন থাকায় তাকেও পরীক্ষায় বসতে হচ্ছে। হাতের আঙ্গুলে সামান্য চোট রযেছে তার।

গুজরাটের বিপক্ষে সবশেষ ম্যাচে আঙ্গুলে চোট পান যুবরাজ। গত ৮ মে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে একই জায়গায আবারো চোট পান যুবরাজ। এলিমিনেটর ম্যাচে তাকে পুরোপুরি সুস্থ চান কোচ টম মুডি।

মোহাম্মদ নবী প্রসঙ্গে টম মুডি জানান, ‘নবীকে ফিটনেস টেস্ট দিয়ে সেরা একাদশে ফিরতে হবে। ফিল্ডিংয়ের সময় গত ম্যাচে সে হাতে ব্যথা পেয়েছে। আশা করছি সেটা মারাত্মক কিছু নয়। তার এক্সরে রিপোর্ট পরিস্কার, সেখানে কোনো হাড় ভাঙ্গেনি কিংবা চিড় ধরা পড়েনি। কিন্তু, ব্যথাটা তার ডান হাতে, যে হাত দিয়ে সে বোলিং করে। তাই আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। সে সত্যিই অসাধারণ এক ক্রিকেটার। সেরা একাদশে সে না থাকতে পারলে আশ্চর্য হতেই হবে। ’

দশম আসরে প্রতিটি দল খেলেছে ১৪টি করে ম্যাচ। ১০টি জয় আর চারটি পরাজয় নিয়ে শীর্ষে ওঠে ২০ পয়েন্ট পাওয়া রোহিত শর্মার মুম্বাই। ৯টি জয়, ৫টি পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে স্টিভেন স্মিথের পুনে। ৮টি জয়, ৫টি পরাজয় আর একটি পরিত্যক্ত ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে তিনে গতবারের চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ। আর ৮টি জয়, ৬টি পরাজয় নিয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করা দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা চার নম্বরে অবস্থান করে।

আজ (১৬ মে) রাত সাড়ে আটটায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোয়ালিফায়ার-১ এর ম্যাচে মুখোমুখি হবে শীর্ষে থাকা মুম্বাই আর দুইয়ে থাকা পুনে। যারা জিতবে, তারা সরাসরি চলে যাবে ফাইনালে।

১৭ মে এলিমিনেটর ম্যাচে বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে তিন ও চার নম্বর দল হায়দ্রাবাদ-কলকাতা। এই ম্যাচে যারা হেরে যাবে, তারা ছিটকে যাবে আইপিএল থেকে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৬ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।