ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফির পরই ক্যারিবীয় সফরে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
চ্যাম্পিয়নস ট্রফির পরই ক্যারিবীয় সফরে ভারত ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলতি বছরের জুন-জুলাইয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজে সফর করবে ভারত। এই সফরটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের ঠিক পরেই।

আট দলের অংশগ্রহনে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ জনু। আর ত্রিনিদাদে ভারত ও ক্যারিবীয়দের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ জনু।

যেখানে কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় ওডিআই খেলা হবে। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যান্টিগায়।

৬ ও ৯ জুলাই শেষ ওডিআই ও একমাত্র টি-২০ অনুষ্ঠিত হবে সাবাইনা পার্কে।

এদিকে এবারের চ্যাম্পিয়নস লিগে নিজেদের জায়গা করে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম দশ দলের মধ্যে আফগানিস্তানের সঙ্গে তাদেরও বসে থাকতে হচ্ছে সেই সময়ে।  

২০১৩ থেকে এটি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চতুর্থ দ্বি-পাক্ষীক সিরিজ। ২০১৬ সালে সর্বশেষ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফর করেছিল ভারতে। সেবার টেস্ট ও টি-২০ খেললেও হয়নি কোনো ৫০ ওভারের ম্যাচ।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ১৭ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।