ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ইমতিয়াজের সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বরের বড় জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ইমতিয়াজের সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বরের বড় জয় ছবি: সংগৃহীত

ওপেনার ইমতিয়াজ হোসেনের অপরাজিত ১০৭ রানে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে নিজেদের দশম ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।

খেলাঘরের দেয়া ১৭৯ রানের মামুলি লক্ষ্য কোচ মিজানুর রহমান বাবুলের শিষ্যরা টপকে গেছে বিনা উইকেটে, ১০১ বল বাকি থাকতে। লিগে এটি দোলেশ্বরের ৭ম জয়।

দলের হয়ে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেছেন আরেক ওপেনার আব্দুল মজিদ।

বুধবার (১৭মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং নামে খেলাঘর সমাজ কল্যান সংঘ। দোলেশ্বর বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে ৪৫.৩ ওভারে ১৭৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

ব্যাট হাতে খেলাঘরের হয়ে একমাত্র ইমতিয়াজ মজুমদারই উজ্জ্বল ছিলেন। তার ৭৩ রানে ভর করেই মূলত ওই সংগ্রহ পায় পয়েন্ট টেবিলের ৯ নাম্বারে থাকা দলটি।

দোলেশ্বরের হয়ে বল হাতে আরাফাত সানি ও চতুরঙ্গ ডি সিলভা ৩টি করে, অধিনায়ক ফরহাদ রেজা ২টি এবং দেলোয়ার হোসেন ও শরিফুল্লাহ নিয়েছেন ১টি করে উইকেট।

জবাবে সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইমতিয়াজ হোসেন ও আব্দুল মজিদের দৃঢ় ব্যাটিংয়ে ৩৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ১৭ মে ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।