ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

১ কোটির ক্লাবে বাংলাদেশের প্রথম ‘সাকিব’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মে ১৮, ২০১৭
১ কোটির ক্লাবে বাংলাদেশের প্রথম ‘সাকিব’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টাইগারদের নতুন টি-টোয়েন্টির অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভক্ত সংখ্যা দিন দিন বাড়ছেই। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই টাইগারের ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। অল্প কিছু দিনের মধ্যে তার ফলোয়াড় সংখ্যাও ১ কোটি ছাড়িয়ে যাবে।

প্রায় ১৭ কোটি বাংলাদেশি ক্রিকেটপ্রেমীর মধ্যমনি সাকিব নিজের ফেসবুক পেজের কভার ফটোতে ছবিও সেটে দিয়েছেন। সেখানে লাল-সবুজে লেখা ‘A FAMILY OF 1 CRORE AND STRONG’।

জনপ্রিয়তার শীর্ষে থেকে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সাকিব অন্য সবার থেকে ফেসবুক ভক্ত সংখ্যায় এগিয়ে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাঁ-হাতি এই অলরাউন্ডারের পরে ফেসবুকে ভক্ত সংখ্যায় দ্বিতীয় স্থানে টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম। আর তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মুশফিকের ফেসবুক পেজে ৮৬ লাখের বেশি ভক্ত-সমর্থক রয়েছেন। আর মাশরাফির পেজে রয়েছেন ৮২ লাখের বেশি বেশি সমর্থক।

ফেসবুকে ১ কোটি ভক্ত ছাড়ানোয় সাকিবের অনুসারীরা অভিনন্দন জানাতে ভুলছেন না। আমিনুল ইসলাম বুলবুল নামের এক ভক্ত লিখেছেন, ‘Shakib Al Hasan is the soul of Bangladesh. Wishing your good luck. My dear Shakib Al Hasan.’ শেখ আকাশ নামের আরেক ভক্ত লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তির ফ্যানপেজ ১ কোটি লাইকের মাইলফলক স্পর্শ করলো। অভিনন্দন সাকিব আল হাসান। ’ কাজী রাজন লিখেছেন, ‘সব সময় আপনার সাথে আছি। বাংলাদেশ দলের সাথে আছি বিপদে আপদে। এগিয়ে যাও মিস্টার অলরাউন্ডার Sh75, এগিয়ে যাও বাংলাদেশ ক্রিকেট। ’

..সাকিবের ভক্তদের অনেকেই তাকে বাংলাদেশ ক্রিকেটের ‘বরপুত্র’ হিসেবে অভিনন্দন বার্তায় লিখছেন। সাকিবের এই ১ কোটি ভক্তের পরিবারে থাকতে পেরে অনেকেই নিজেকে ভাগ্যবান মনে করছেন। সাকিব নামেরই একজন সাকিবের পেজে লিখেছেন, ‘অনেকদিন ধরেই এই দিনটির অপেক্ষায় ছিলাম, কখন ১ কোটি লাইক ক্রস করবে আপনার ফ্যান পেইজটি। অভিনন্দন সাকিব ভাই। ’ সজল নামের একজন আরও একধাপ উপরে গিয়ে লিখেছেন, ‘এই দিনটার জন্য অনেক দিন ধরে আপনার ফেসবুক চেক করছিলাম। ’

এরই মাঝে আফসানা নূর নামের এক সাকিব ভক্ত অভিনন্দন জানাতে গিয়ে লিখেছেন বেশ আবেগী ভাষায়। তিনি লিখেছেন, ‘ভালবাসি তোমায় বলতে চাইনা, কিছু আবেগ প্রকাশ করতে চাই......সাকিব আল হাসান। তিনি ক্রিকেটের তিন ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডার। তবুও পুরো ১৭ কোটি মানুষ গুলোর মধ্যে আমরা তাকেই অনেক ভালোবাসি। অন্তত ওয়ার্ল্ড কাপটা আনার আগে ক্রিকেট ছেড়ে যেওনা, খেলে যাও এই দোয়াই রইলো। ইতি তোমার একজন পাগল ভক্ত !!!’

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ১৮ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।