ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আশরাফুলের স্বস্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আশরাফুলের স্বস্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

তুষার ইমরান, মোহাম্মদ আশরাফুল, মুক্তার আলী, তাসমাউল হক ও আবুল হাসান রাজুর মতো প্রতিশ্রুতিশীল কিছু ক্রিকেটার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের মৌসুমে দল গঠন করেও কাঙ্খিত সাফল্য পায়নি কলাবাগান ক্রীড়া চক্র। লিগের ১০ ম্যাচের ৩ জয় ও ৭ হারে ইতোমধ্যেই দলটি সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে গেছে।

সঙ্গত কারণেই নিদারুণ এক হতাশা নিয়ে আশরাফুলরা এবারের লিগ শেষ করছে এ কথা বলাই যায়। তবে, হঠাৎ করেই এই হতাশার মাঝে স্বস্তি ফিরেছে কলাবাগান শিবিরে।

কিভাবে? লিগের দশম রাউন্ডে এসে টেবিলের ১ নম্বর দল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১২৭ রানের বড় হারের লজ্জা দিয়েছে! আশরাফুলদের দেয়া ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুমিনুলরা গুটিয়ে গেছে মাত্র ৯৫ রানে।

এমন বড় জয় অনেক স্বস্তির কারণ বলে জানালেন কলাবাগান ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল, ‘আসলে আমাদের দলটি কিন্তু খুবই চমৎকার। কিন্তু ভাগ্য সাথে নেই বলেই আমরা দলকে কিছুই দিতে পারিনি। তবে অবশ্যই ভালো লাগছে অন্তত এটা ভেবে যে, লিগ থেকে বিদায় নিলেও পয়েন্ট টেবিলের এক নম্বর দলটিকে হারিয়েছি। ’

বৃহস্পতিবার (১৮ মে) ম্যাচ শেষে মুঠো ফোনে তিনি বাংলানিউজকে একথা বলেন।

এসময় গাজী গ্রুপের হারের মূল কারণ জানতে চাওয়া হলে আশরাফুল বলেন, ‘আমার কাছে মনে হয়েছে ওরা সবাই অতি আত্মবিশ্বাসী। টানা নয়টি ম্যাচ জিতেছে বলেই হয়তো দশম ম্যাচে এসে এমন হয়েছে। ’
 
এই প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘গাজী গ্রুপের ক্রিকেটাররা উইকেটটিকে বেশি সহজ মনে করেছে। কিন্তু এত সহজ ছিল না। তাছাড়া ওরা সবাই তাড়াহুড়ো করছিল। একটু মেরে খেলতে শুরু করেছিল। কাউকেই লড়াই করার মানসিকতায় দেখা যায়নি। ’

গাজী গ্রুপ ব্যাটসম্যানদের অতি আত্মবিশ্বাসী মনোভাব ও তাড়াহুড়োর পাশাপাশি নিজ দলের বোলারদেরও জয়ের কৃতিত্ব দিলেন ‘অ্যাশ’, ‘আমাদের বোলাররা ভালো বল করেছে। ঠিক জায়গায় বল করেছে। বিশেষ করে সঞ্জিত সাহা ও সাদ নাসিম। ওরা দুর্দান্ত বল করেছে। ’

উল্লেখ্য, গাজী গ্রুপকে ১২৭ রানে হারানোর দিনে কলাবাগান বোলার সঞ্জিত সাহা ও সাদ নাসিম নিয়েছেন ৩টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ১৮ মে ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।