ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিষেক উইকেট পেলেন সাঞ্জামুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মে ১৯, ২০১৭
অভিষেক উইকেট পেলেন সাঞ্জামুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টাইগারদের বিপক্ষে ব্যাটিংয়ে স্বাগতিক আয়ারল্যান্ড। এ রিপোর্ট লেখা অবধি ২৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে আইরিশরা তুলেছে ১২৬ রান। সবশেষ ফেরেন এড জয়েস। অভিষেক ম্যাচেই উইকেটের দেখা পান সাঞ্জামুল। এড জয়েস তামিমের হাতে ধরা পড়ার আগে করেন ৭৪ বলে ৪৭ রান।

উইকেটে আছেন কেভিন ও’ব্রায়েন এবং গ্যারি উইলসন।

ত্রিদেশীয় সিরিজে ফিল্ডিংয়ে নেমেই সফল হয় বাংলাদেশ।

লাল-সবুজদের হয়ে বোলিংয়ের উদ্বোধন করেন পেসার রুবেল হোসেন। ২০১৫ সালের এপ্রিলের পর এই প্রথম কোনো ওয়ানডেতে দলের প্রথম ওভার করার সুযোগ পান রুবেল। প্রথম ওভারেই তিনি মেডেন তুলে নেন। আইরিশদের হয়ে ব্যাটিংয়ের শুরু করেন এড জয়েস ও পল স্টারলিং। দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন স্টারলিংকে। সাব্বিরের তালুবন্দি হওয়ার আগে তিনি কোনো রানই করতে পারেননি।

ইনিংসের অষ্টম ওভারে মাশরাফির বলে ক্যাচ তুলে দেন পোর্টারফিল্ড। উইকেটের পাশে দাঁড়ানো মোসাদ্দেক সহজ ক্যাচ নিতে পারেননি। পরের ওভারেই মাশরাফি বল তুলে দেন মোসাদ্দেকের হাতে। নিজের প্রথম ওভারেই সেই পোর্টারফিল্ডকে ফেরান মোসাদ্দেক। ২২ রান করা পোর্টারফিলল্ডকে ফেরাতে নিজের বলে নিজেই ক্যাচ নেন মোসাদ্দেক। ইনিংসের ১৫তম ওভারে সাকিব বোল্ড করে ফিরিয়ে দেন অ্যান্ডি বালবির্নিকে (১২)।

ইনিংসের ২৮তম ওভারে মোস্তাফিজের বলে নায়াল ও’ব্রায়েন (৩০) তামিমের হাতে ধরা পড়েন। দলীয় ১১৬ রানের মাথায় আইরিশরা চতুর্থ উইকেট হারায়।

শুক্রবার (১৯ মে) ডাবলিনে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। দু’দলের মধ্যকার প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগাররা নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায়।

২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে চলমান সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিউজিল্যান্ড ম্যাচের হতাশা ভুলে জয় ভিন্ন কিছু্ই ভাবছেন না সাকিব-তামিম-মুশফিকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম অ্যাওয়ে ম্যাচ জেতার অপেক্ষাটাও দীর্ঘায়িত হয়। মাশরাফিদের সামনে সেই সুযোগ থাকছে। ২৪ মে সিরিজের শেষ ম্যাচে আবারো মুখোমুখি হবে দু’দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৫১ রানে হারায় কিউইরা।

বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়। মেহেদী হাসান মিরাজের জায়গায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হচ্ছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার সাঞ্জামুল ইসলাম। তাসকিনকে আবারো সাইডবেঞ্চে থাকতে হয়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাঞ্জামুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, নায়াল ও’ব্রায়েন (উইকেটরক্ষক), অ্যান্ডি বালবির্নি, কেভিন ও’ব্রায়েন, গ্যারি উইলসন, এড জয়েস, জর্জ ডকরেল, ব্যারি ম্যাককার্থি, টিম মুরতাগ, পিটার চেজ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ১৯ মে, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।