আর প্রথম পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল নিয়ে আগামী ২৪ মে থেকে শুরু হবে সুপার লিগের খেলা।
ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি খেলতে জাতীয় দলের খেলোয়াড়রা বিদেশে অবস্থান করায় খেলতে পারছেন না সুপার লিগে।
এ বিষয়ে রোববার (২১ মে) মিরপুর বিসিবির মিডিয়া লাউঞ্জে সিসিডিএমের সমন্বয়ক আমিন খান গণমাধ্যমকে বলেন, ‘যত দ্রুত লিগটা শেষ করা যায় তার চেষ্টা করা হচ্ছে। হয়তো ২৪ অথবা ২৫ তারিখ সুপার লিগ শুরু করবো। সুপার লিগের ফাঁকেই রেলিগেশন লিগ চলবে। ’
এদিকে ২৪ মে থেকে অনুষ্ঠেয় সুপার লিগ শেষ হবে ঈদুল ফিতরের আগেই। লিগে ছয়টি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। দুই দলের পয়েন্ট সমান হলে বিবেচনা করা হবে হেড টু হেড। আর তিন দলের পয়েন্ট সমান হয়ে গেলে বিবেচনা করা হবে রান রেট।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ২১ মে ২০১৭
এইচএল/এমআরপি