আর এই জয়ে লিগের শেষ ছয়ে জায়গা করে নিল প্রাইম ব্যাংক।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে গাজী গ্রুপ।
প্রাইম ব্যাংকের হয়ে বল হাতে নাজমুল ইসলাম ৩টি, আল আমিন হোসেন ও তাইবুর রহমান ২টি করে এবং আসিফ আহমেদ নিয়েছেন ১টি উইকেট।
জবাবে ২১৫ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে জাকির হাসানের ৬৬ ও আভিমানইউ ইশওয়ারনের ৫৩ রানে ৩ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে জয়ের বন্দরে নোঙ্গর ফেলে প্রাইম ব্যাংক।
এদিকে বিকেএসপির চার নাম্বার মাঠে দিনের অপর গুরুত্বহীন ম্যাচে খেলাঘর সমাজ কল্যান সংঘকে ৫ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২১ মে ২০১৭
এইচএল/এমআরপি