ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জহিরকে কোচ চাইছেন হরভজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, মে ২৩, ২০১৭
জহিরকে কোচ চাইছেন হরভজন জহির খান

ভারতের স্পিনার হরভজন সিং জাতীয় দলে বোলিং কোচ হিসেবে চাইছেন সাবেক পেসার জহির খানকে। হরভজনের এমন মন্তব্যে নড়েচড়ে বসেছে ভারতীয় মিডিয়া।

জাতীয় দলে একসঙ্গেই খেলেছেন হরভজন-জহির। হরভজন জাতীয় দলের জার্সিতে আসা-যাওয়ার মধ্যে থাকলেও ২০১৫ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন জহির।

এবারের আইপিএলের আসরে হরভজন চ্যাম্পিয়ন দল মুম্বাইয়ের হয়ে খেলেছেন। আর দিল্লির দলপতি হিসেবে এবারো দায়িত্ব সামলেছেন জহির খান।

মঙ্গলবার (২৩ মে) সকালে হরভজন টুইটারের মাধ্যমে জানান, ‘ভারতের ফাস্ট বোলিং কোচ হিসেবে আমার প্রথম পছন্দ জহির খানকে। তার মানসিকতা গ্রেট। ’

৩৮ বছর বয়সী জহির খানের ওয়ানডে অভিষেক হয় ২০০০ সালে। একই বছর টেস্টে বাংলাদেশের অভিষেক ম্যাচের সঙ্গে জহির খানেরও অভিষেক হয়। ২০০ ওয়ানডে খেলা জহির খানের নামের পাশে রয়েছে ২৮২ উইকেট। সাদা পোশাকে তিনি খেলেছেন ৯২ ম্যাচ, যেখানে তার উইকেট সংখ্যা ৩১১টি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ২৩ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।