ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বড় অর্জনই দেখছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
বড় অর্জনই দেখছেন মাশরাফি ছবি:সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজে ঠিক যেমনটি চেয়েছিল বাংলাদেশ, তেমনটিই যেন হয়েছে। শিরোপা হয়তো জিততে পারেনি, কিন্তু শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে ষষ্ঠস্থানে উঠে এলো টাইগাররা। পাশাপাশি ২০১৯ বিশ্বকাপে জায়গা প্রায় পাকাই করে ফেললো মাশরাফি বাহিনী।

আগামী ১ জুন থেকে আবার ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আর কিউইদের বিপক্ষে এদিন পাঁচ উইকেটের জয়ের ফলে বাড়তি আত্মবিশ্বাসও যোগ হলো টাইগার শিবিরে।

কেননা এই নিউজিল্যান্ডই আবার চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপ পর্বে রয়েছে। গ্রুপের অন্য দল, স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এদিকে র‍্যাংকিংয়ে উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘বর্তমানে আমরা আইসিসি ক্রিকেট র‍্যাংকিংয়ে ৬ নম্বরে উঠে এসেছি এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। ’

তিনি আরও যোগ করেন, ‘র‍্যাংকিং দ্বারা বোঝা যায় আমরা কতটা ধারাবাহিক ক্রিকেট খেলছি। তবে আসন্ন দিনগুলোতে আমাদের চ্যালেঞ্জটা আগের মতই রয়েছে। যদি সম্ভব হয় আরো উন্নতি করতে চেষ্টা থাকবে। দেখা যাক না কি হয়। ’

আগামী ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ২৫ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।