ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে পিএসএলের আট ম্যাচ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, মে ২৬, ২০১৭
পাকিস্তানে পিএসএলের আট ম্যাচ! ...

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরের ফাইনালটি অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানেই। তবে আগামী মৌসুম থেকে এর সংখ্যা কয়েকগুন বাড়ছে। আসরের তৃতীয় টুর্নামেন্ট থেকে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠি।

এই আট ম্যাচের সমান চারটি করে অনুষ্ঠিত হবে লাহোর ও করাচিতে। পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতেই শেঠির এমন চেষ্টা।

এ প্রসঙ্গে শেঠি বলেন, ‘আগামী মৌসুম থেকে আমরা পাকিস্তানের আটটি ম্যাচ আয়োজন করবো। এর চারটি হবে লাহোর ও বাকি চারটি হবে করাচিতে। ’

পিএসএলের মূল ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে ফাইনালটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম অনুষ্ঠিত হয়। যেখানে দল ও  সমর্থকদের জন্য ছিলো প্রেসেডেন্টশিয়াল  নিরাপত্তা। আর এই ফাইনাল ম্যাচ খেলেই প্রচুর অর্থ পেয়েছে দু’দলের ক্রিকেটাররা।

এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কান দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আর কোনো পূর্ণ সদস দল সফর করেনি। শুধুমাত্র জিম্বাবুইয়ান ক্রিকেট দল সেখানে দুটি টি-টোয়েন্ট ও তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছিল।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ২৬ মে, ২০১৭
এমএমএস           

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।