ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে সতর্ক পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, মে ২৭, ২০১৭
বাংলাদেশের বিপক্ষে সতর্ক পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে সতর্ক পাকিস্তান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চ্যাম্পিয়নস ট্রফির জমজমাট আসর শুরুর আগে প্রতিটি দলই প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে করে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি পাকিস্তানের। শনিবার (২৭ মে) বার্মিংহামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

প্রস্তুতি ম্যাচটিকে সামনে রেখে নিজেদের মানসিকভাবে প্রস্তুত রেখেছে দুই দলই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, গত ত্রিদেশীয় সিরিজে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচেও চারটি ক্যাচ মিস করেছি।

কিন্তু এমন বড় আসরে এটা হওয়ার কথা ছিল না। তবে আমি আশা করছি, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমাদের ফিল্ডিং ঠিক হয়ে যাবে এবং অবশ্যই এর পাশাপাশি ব্যাটিং ও বোলিংয়ে ভালো করতে চেষ্টা করবো। ’

এদিকে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক সরফরাজ আহমেদ অবশ্য বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক। প্রস্তুতি ম্যাচ দুই দলকেই মূলপর্বে সাহায্য করবে জানিয়ে সরফরাজ বলেন, ‘বাংলাদেশ গত এক-দেড় বছর ধরে দারুণ খেলছে। ভালো প্রস্তুতি নেওয়ার জন্য দুটি দলেরই এটা (প্রস্তুতি ম্যাচ) ভালো একটি সুযোগ। ’

সরফরাজের মতে, দুই দলই ম্যাচে জয় পেতে চাইবে। আর এজন্য বাংলাদেশের ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে তার দল। এসময় বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের ব্যাপারেও তাদের তীক্ষ্ণ দৃষ্টির কথা জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২৭ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।