ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিধ্বংসী তামিমে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মে ২৭, ২০১৭
বিধ্বংসী তামিমে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন তামিম ইকবাল। এরই মধ্যে এক উইকেট হারিয়ে দলীয় শতক পার করেছে টাইগাররা।

হাফসেঞ্চুরি করতে ৩৯টি বল খেলেন তামিম। যেখানে ছিল ৭টি চার ও ২টি ছক্কার মার।

দলীয় ২৭ রানে সৌম্য সরকারের (১৯) বিদায়ে তামিকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ইমরুল কায়েস।

এ রিপোর্ট লেখা অবধি দলীয় সংগ্রহ ১৮ ওভার শেষে ১ উইকেটে ১১৫। তামিম ৬৫ ও ইমরুল ২৮ রানে ব্যাট করছেন।

আগামী ৩০ মে (মঙ্গলবার) লন্ডনের কেনিংটন ওভালে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এই গ্রাউন্ডেই উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে মোকাবেলা করবে মাশরাফির দল।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতি নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশনে ইংল্যান্ডে ফেরে টিম বাংলাদেশ। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থান নিশ্চিত করে লাল-সবুজের জার্সিধারীরা। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে সাকিব-তামিম-মুশফিক-মোস্তাফিজরা।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ২৭ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।