ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

লন্ডনের উদ্দেশে বার্মিংহাম ছেড়েছে টাইগাররা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ২৮, ২০১৭
লন্ডনের উদ্দেশে বার্মিংহাম ছেড়েছে টাইগাররা লন্ডনের উদ্দেশে বার্মিংহাম ছেড়েছে টাইগাররা

ইংল্যান্ড থেকে: চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্ততি ম্যাচ এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল পর্বের ম্যাচ খেলতে লন্ডনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

রোববার (২৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় টাইগাররা টিম হোটেল থেকে রওয়ানা হয়।  

লন্ডনে ৩০ মে’র প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ২৯ মে (সোমবার) ওভালে মাশরাফিদের অনুশীলনের কথা রয়েছে।

 

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি শেষ হলেই শুরু হয়ে যাবে মূল পর্বের অনুশীলন, যা অনুষ্ঠিত হবে ৩১ মে।
 
এর পরদিন অর্থাৎ ১ জুন কেনিংটন ওভালে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে মোকাবেলা করবে টিম বাংলাদেশ। ৫ জুন টাইগারদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটিও অনুষ্ঠিত হবে ওভালে। আর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ ৯ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনে।

উইকএন্ডের আনন্দে মাতোয়ারা ইংল্যান্ড
** এমন হারকে দুঃখজনক বললেন ইমরুল
** বাজে বোলিংয়ে হারকে আলিঙ্গন টাইগারদের
** ইংল্যান্ডের বহুরূপী আবহাওয়া
** এজবাস্টনে এক টুকরো বাংলাদেশ
** বার্মিংহামের পথে প্রশান্তি সেইন্ট মার্গারেটে
** গ্যালারিতে গর্জন, জয়ের অপেক্ষায় টাইগার সমর্থকরা


স্থানীয় সময়: ১৮২৪ ঘণ্টা, মে ২৮, ২০১৭
এইচএল/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।