ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

যেসব চ্যানেলে বাংলাদেশ-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, মে ৩০, ২০১৭
যেসব চ্যানেলে বাংলাদেশ-ভারত ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারত ম্যাচ মানে বাড়তি উত্তেজনা, বিশ্ব ক্রিকেটের নড়েচড়ে বসা। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে মাঠে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

দর্শক চাহিদার কথা মাথায় রেখে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। ম্যাচটি বাংলাদেশি চ্যানেল গাজী টিভি ও মাছরাঙা’য় দেখানোর কথা রয়েছে।

আগামী ১ জুন ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। মূল লড়াইয়ের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাশরাফি-তামিম-মুশফিক-সাকিবরা মাঠে নামবে কোহলি-রোহিত-ধোনিদের।

ভারতের বিপক্ষে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিভি চ্যানেল স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার এইচডি ওয়ান, স্টার স্পোর্টস এইচডি-১, ২ ও ৩। এছাড়া অনলাইনে হটস্টারেও ম্যাচটি দেখা যাবে।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে তামিমের ঝড়ো সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান করে বাংলাদেশ। তবে, শেষ দিকে ক্যাচ মিসের কারণে ২ উইকেটের নাটকীয় হার মেনে নিতে হয় বাংলাদেশকে। অন্যদিকে ভারত নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাসেক্সে দশদিনের ক্যাম্প করেছিল বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় টাইগাররা। সবমিলিয়ে প্রস্তুতিটা ভালোই হয়েছে লাল-সবুজদের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, ও সানজামুল ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, ও মোহাম্মদ সামি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ৩০ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।