ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

উদ্বোধনী ম্যাচে ইংলিশদের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, জুন ১, ২০১৭
উদ্বোধনী ম্যাচে ইংলিশদের মুখোমুখি বাংলাদেশ ছবি:সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেটের মহারণ চ্যাম্পিয়ন্স ট্রফি। আট দলের অংশগ্রহণের এই মেগা ইভেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

১ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

দু’দলেরই নামের আগে বদলে যাওয়া নামটি জুটছে।

কেননা ২০১৫ বিশ্বকাপ থেকে অন্য এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব। ‍আর সেই বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে হেরে বিদায়ের পর আগ্রাসী ক্রিকেট খেলা শুরু করেছে ইংল্যান্ড।

সাম্প্রতিক সময়ে দু’দলই নিজেদের সেরা অবস্থানে। মাশরাফি ও তার দল সর্বশেষ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডের শীর্ষ ছয় নম্বর দলে জায়গা করে নিয়েছে। অপরদিকে ঠিক একধাপ ওপরে থাকা ইয়ন মরগানরা সদ্যই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারিয়েছে।

বাংলাদেশ ও ইংল্যান্ড এখন পর্যন্ত ওয়ানডেতে ১৯বার একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে জয়ের পাল্লা অবশ্য ইংলিশদেরই ভারি। বাংলাদেশ ১৫ ম্যাচ হারের বিপরীতে জয় পেয়েছে চারটিতে। তবে এ চারটি জয়ের দুটিই এসেছে বিশ্বমঞ্চে (২০১১, ২০১৫ বিশ্বকাপ)।

ওভালের এ মাঠটি ঐতিহাসিকভাবে ব্যাটিং সহায়ক। তাই এ ম্যাচে প্রচুর রান ওঠার সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশি ব্যাটসম্যানদের কাঁধেই গুরুদায়িত্ব থাকছে। যেখানে পেসাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মশারাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ০১ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।