ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের সঙ্গে খেলবে না আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, জুন ১, ২০১৭
পাকিস্তানের সঙ্গে খেলবে না আফগানিস্তান ছবি:সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ বাতিল করলো আফগানিস্তান। তবে কেন বাতিল করলো তার কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেনি আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। কিন্তু বুধবার কাবুলে বোমা বিস্ফোরণে ৮০ জন নিহত হওয়ার পরই এমন সিদ্ধান্ত এলো।

আগামী জুলাই ও আগস্টে দুটি টি-২০ ম্যাচ কাবুল ও লাহোরে আয়োজন করার পরিকল্পনা করেছিল এসিবি ও পিসিবি। তবে কেন বাতিল করা হলো অফিসিয়ালি কোনো কারণ না দেখালেও এসিবির এক টুইটে জানানো হয়, সম্প্রতি আমাদের দুই বোর্ডের সম্পর্ক উন্নয়নের জন্য যে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করা হয়েছে, তা বাতিল করা হলো।

গত সপ্তাহেই একটি চুক্তির মাধ্যমে দুই দেশের বোর্ড প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করে। যেখানে একটি ম্যাচ হওয়ার কথা ছিল আফগান শহর কাবুলে, অন্যটি পাকিস্তানের লাহোরে। যেখানে পাকিস্তান নিজেদের ভেন্যু ও কন্ডিশনিং ক্যাম্পের জন্য আফগানদের সহায়তা করতো। পাশাপাশি যুব ও সিনিয়র দল পাকিস্তান সফর করতো।

এর আগে ২০১৩ সালে লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমি আফগানদের ব্যবহার করতে দেওয়া হবে এমন চুক্তিতে স্বাক্ষর করেছিল পাকিস্তান। আর কিছুদিন আগে ভারতের গ্রেটার নদিয়ায় ম্যাচ খেলেছিল ‍আফগানরা।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ০১ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।