ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের কোচ হতে চান শেওয়াগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জুন ২, ২০১৭
ভারতের কোচ হতে চান শেওয়াগ ভারতের কোচ হতে চান শেওয়াগ-ছবি:সংগৃহীত

ভারত জাতীয় ক্রিকেট দলের কোচ হতে আবেদন করেছেন দেশটির সাবেক ব্যাটসম্যান বিরেন্দর শেওয়াগ। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বর্তমান কোচ অনিল কুম্বলের মেয়াদ শেষ হবে। তবে কুম্বলেকে আবেদন করতে হবে না। তিনি সরাসরিই সুযোগ পাবেন আরেকবার কোচ দৌড়ে থাকতে।

কিন্তু কুম্বলে সরাসরি সুযোগ পেলেও ভারতীয় ক্রিকেটার ও বর্তমান কোচের মধ্যে দ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছে। জানা যায়, অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কুম্বলের বনিবনা হচ্ছে না।

 

শেওয়াগ ছাড়াও আবেদনকারী অন্যরা হলেন, অস্ট্রেলিয়ান সাবেক অলরাউন্ডার টম মুডি, পাকিস্তানের সাবেক কোচ রিচার্ড পাইবাস, ভারতের সাবেক মিডিয়াম পেসার দোদা গনেশ ও ভারতের ‘এ’ দলের সাবেক কোচ লালচান্দ রাজপুত।

আর পরবর্তী এই কোচ নির্বাচনে কাজ করবেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষন। যারা কিনা বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটিতে আছেন।

এদিকে ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষে ২০১৫ ও ২০১৬ মৌসুমে আইপিএলের দল কিংস ইলিভেন পাঞ্জাবের কোচিং করিয়েছেন শেওয়াগ। তবে তালিকায় সবচেয়ে অভিজ্ঞ টম মুডি শ্রীলঙ্কা জাতীয় দলের কোচিংয়ের পর বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদ, ইংলিশ কাউন্টি ওরচেস্টাশায়ার ও বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগার্ডসের দায়িত্বে আছেন।

রিচার্ড পাইবাসও ভালো অভিজ্ঞতা সম্পন্ন। তিনি পাকিস্তানের দুইবার ছাড়াও বাংলাদেশের কোচিং করিয়েছেন। যেখানে রাজপুত বর্তমানে আফগানিস্তানের কোচ। আর গনেশ গোয়া দলের চার বছর কোচ ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ০২ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।