ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ওকসের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জুন ২, ২০১৭
ওকসের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ওকসের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ-ছবি:সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলা হচ্ছে না ইংল্যান্ড অলরাউন্ডার ক্রিস ওকসের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন তিনি। ইংলিশরা প্রথমে ফিল্ডিংয়ে নামলে মাত্র দুই ওভার বল করেই মাঠ ছাড়েন তিনি।

পরে ডানহাতি ওকসের স্ক্যান করানো হলে গুরুতর ইনজুরি ধরা পড়ে। ফলে টুর্নামেন্টটিই শেষ হয়ে যায় তার।

ইংলিশরা তার পরিবর্তে এখনও কারও নাম ঘোষণা করেনি।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো শুরুর জন্য ইংল্যান্ড ওকসকে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুটি ওয়ানডে ম্যাচে খেলায়নি। আর এই টুর্নামেন্টে দারুণ শুরুও করেছিলেন তিনি। ওপেনিংয়ে বোলিংয়ে এসে মেডেন ওভার নিয়েছিলেন।

এদিকে ঠিক কি ধরনের ইনজুরি হয়েছে ওকসের তা এখনও জানা যায়নি। তবে এমন সাইড স্ট্রেইনে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। তবে ফাস্ট বোলারদের ক্ষেত্রে এটি কখনও আরও খারাপ দিকে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ০২ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।