বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে শেখ জামাল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৪২ রান। জবাবে, ৪৮ ওভার ব্যাট করে ৫ উইকেট হারানো প্রাইম জয়ের বন্দরে পৌঁছে।
শেখ জামালের হয়ে ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন তানবীর হায়দার। ৫৭ রান আসে দলপতির দায়িত্ব পালন করা ইলিয়াস সানির ব্যাট থেকে। আল মামুন ৩২, মাহবুবুল ২৭, সোহাগ গাজী ১৩, মেহেদি হাসান রানা অপরাজিত ২০ রান করেন।
২৪৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মেহেদি মারুফ লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পান। ১৪৩ বলে ১০টি চার আর ৪টি ছক্কায় করেন ১২৭ রান। জাকির হাসানের ব্যাট থেকে আসে ৪৯ রান। ২৪ রানে বিদায় নেন রাফাতুল্লাহ। আসিফ আহমেদ করেন ২৬ রান।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০২ জুন ২০১৭
এমআরপি