ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্রুত গতিতে রান তুলছে কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুন ২, ২০১৭
দ্রুত গতিতে রান তুলছে কিউইরা ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে লম্বা বিরতির পর ব্যাটিংয়ে নেমে দ্রুত গতিতে রান তুলছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে ঝড়ো অর্ধশতক হাঁকিয়ে ভালো শুরু এনে দিয়েছেন ওপেনার লুক রনকি।

ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে ফিফটি তুলতে ৩৩টি বল খেলেন রনকি। তাতে ছিল ৭টি চার ও ২টি ছক্কার মার।

ব্যক্তিগত ৬৫ রানে আউট হয়ে গেছেন কিউই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দলীয় ১১৭ রানের মাথায় জন হ্যাস্টিংসের বলে পয়েন্ট অঞ্চলে গ্লেন ম্যাক্সওয়েলের তালুবন্দি হন।  কেন উইলিয়ামসনের সঙ্গে তার পার্টনারশিপে আসে ৭৭।

এ রিপোর্ট লেখা অবধি দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ১৭ ওভার শেষে ২ উইকেটে ১১৯। উইলিয়ামসন ২৫ ও রস টেইলর ১ রানে ব্যাট করছেন।

এদিকে, টানা বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য পঞ্চাশ ওভার থেকে কমিয়ে ৪৬ ওভার নির্ধারণ করা হয়েছে। বার্মিংহামের এজবাস্টনে টস জিতে ব্যাটিংয়ে নামা কিউই ইনিংসের ৯.৩ ওভার শেষে শুরু হয় বৃষ্টি। একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বোলিং করতে পারবেন। চারজন সর্বোচ্চ ৯ ওভার।

বৃষ্টি নামার আগে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৬৭। ওপেনিং জুটিতে ৪০ রান তোলেন মার্টিন গাপটিল ও রনকি। ষষ্ঠ ওভারে জস হ্যাজেলউডের বলে মেক্সওয়েলের হাতে ধরা পড়েন গাপটিল (২৬)।

বৃহস্পতিবার (১ জুন) লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় স্বাগতিক ইংল্যান্ড। টাইগারদের ছুঁড়ে দেওয়া ৩০৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট ১৬ বল হাতে রেখে টপকে যায় ইংলিশরা। বৃথাই যায় তামিম ইকবালের সেঞ্চুরি। ১৩৩ রানের অপরাজিত ইনিংসে পুরো আলোটা নিজের করে নেন জো রুট।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, লুক রনকি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, নেইল ব্রম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ময়েজেস হেনরিক্স, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, জন হ্যাস্টিংস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ২ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।