ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশি ব্যাটসম্যানদের প্রশংসায় লারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জুন ৩, ২০১৭
বাংলাদেশি ব্যাটসম্যানদের প্রশংসায় লারা বাংলাদেশি ব্যাটসম্যানদের প্রশংসায় লারা-ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেও হারতে হয়েছে বাংলাদেশকে। বিশেষ করে ব্যাটিংয়ে দারুণ কাজই করেছে টাইগাররা। আর এই রান করার পেছনে বড় অবদান রাখা তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের প্রশংসা করেছেন ক্যারিবীয়ান কিংবদন্তি ব্রায়ান লারা।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অধিনায়ক মনে করেন, বাংলাদেশি ওপেনার তামিম আগের থেকে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, ‘তার অভিষেকের পর থেকে সে এখন আরও বেশি পরিণত। সে এখন দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যেও একজন আর দলে সে তার অভিজ্ঞতাকেই কাজে লাগাচ্ছে।

সেদিন প্রথমে ব্যাট করে তামিমের সেঞ্চুরিতে (১২৮) ৩০৫ রান তুলেছিল বাংলাদেশ। মুশফিকের ব্যাট থেকে আসে আরও ৭৯ রান।

ব্যাটিংয়ে অসংখ্য রেকর্ডের মালিক লারা আরও জানান, ওভালের মতো মাঠে এমন লম্বা ইনিংস খেলা সহজ না। আর আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতায় সে আরও লাভবান হয়েছে।

‘তামিম ঘরের মাঠে ভালো করতো, আর এখন দেশের বাহিরেও দারুণ করছে। ওভালের উইকেটে ব্যাট করাটা সহজ না।  ‍আমি মনে করি সে অভিজ্ঞতাকেই কাজে লাগাচ্ছে। ’-যোগ করেন লারা।

এদিকে বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিককে সবচেয়ে নির্ভরযোগ্য বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আখ্যা দিয়েছেন ক্রিকেটের বরপুত্র, ‘আমি মুশফিকের ব্যাটিংয়ে অভিভূত। সে যেভাবে ব্যাট করছিল, তখন মনে হচ্ছিল সে আন্তর্জাতিক ক্রিকেট ১৫ থেকে ২০ বছর ধরে খেলছে। ’

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ০৩ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।