ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জুন ৩, ২০১৭
পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত: আফ্রিদি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশ দুটি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে নিজেদের মিশন শুরু করবে মুখোমুখি লড়াই দিয়ে। আগামী ০৪ জুন ইংল্যান্ডের বার্মিংহামে ক্রিকেটের যুদ্ধে নামবে ভারত-পাকিস্তান।

এই যুদ্ধে ভারতকেই এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক দলপতি শহীদ আফ্রিদি। তিনি জানিয়েছেন, শক্তির বিচারে বর্তমান ক্রিকেট দুনিয়ায় পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত।

বিশ্বকাপে এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়ে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যানে তিন ম্যাচের দুটিতে জিতেছে পাকিস্তান।

আফ্রিদি জানান, ‘একজন পাকিস্তানি হিসেবে আমি অবশ্যই পাকিস্তানের জয় চাই। তবে সাম্প্রতিক সময়ে ভারত আমাদের থেকে অনেক এগিয়ে। আমার মনে হয় রোববারের ম্যাচে কোহলির দলই এগিয়ে থাকবে। ’

তবে, ভারতকে এগিয়ে রাখলেও পাকিস্তানের সুযোগ থাকছে বলেও মনে করেন আফ্রিদি, ‘বর্তমানে আমাদের বোলাররা অনেক ভালো পারফর্ম করছে। ভারতীয় ক্রিকেটারদের চাপে ফেলতে পারে কেবল পাকিস্তানি বোলাররাই। এই ম্যাচে পাকিস্তানি বোলারদেরই এগিয়ে আসতে হবে। ওদের দলে কোহলির মতো বড় মাপের ব্যাটসম্যান আছে। আমার মনে হয় ভারতের ব্যাটিং লাইনআপ তৈরিই হয় কোহলিকে ঘিরে। ভারতীয় ব্যাটিংয়ের নেতৃত্ব দেয় কোহলি। তাই, পাকিস্তানি বোলারদের উচিৎ হবে, যত দ্রুত সম্ভব কোহলিকে বিদায় করা। তাদের অল্প রানে আটকে দিতে পারলেই পাকিস্তানের ম্যাচ জেতার সুযোগ থাকবে। ’

আইসিসির মেগা ইভেন্টগুলোর গত কয়েকটি আসরেই মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপের আসরেও মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। সেবার পাকিস্তানকে হারায় ভারত। বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের আসরেও পাকিস্তানকে হারায় ভারত। টিম ইন্ডিয়ার কাছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে ম্যাচেও হেরেছিল পাকিস্তান। আইসিসি স্বীকৃত বৈশ্বিক আসরে ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনজামামের নেতৃত্বে বার্মিংহামের এজবাস্টনে ভারতকে তিন উইকেটে হারিয়েছিল পাকিস্তান। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই মাঠে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ০৩ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।