ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নাফিসের ব্যাটে রানের ফোয়ারা ঝরছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুন ৩, ২০১৭
নাফিসের ব্যাটে রানের ফোয়ারা ঝরছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলমান ডিপিএলের সুপার লিগের ম্যাচে প্রাইম দোলেশ্বর ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে মোহামেডানকে। ফর্মে থাকা প্রাইমের ওপেনার শাহরিয়ার নাফিস আবারো দারুণ একটি ইনিংস খেলেছেন, হয়েছেন ম্যাচ সেরা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আগে ব্যাট করে প্রাইম দোলেশ্বর নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২৬৪ রান। জবাবে, মোহামেডান ৩৪.৫ ওভারে মাত্র ১৬৭ রানেই গুটিয়ে যায়।

প্রাইমের ওপেনার শাহরিয়ার নাফিস করেন ৭০ রান। তার ১০৩ বলের ইনিংসে বাউন্ডারি ছিল ৬টি। নাফিসের সবশেষ ৪টি ইনিংস ছিল ২০, ৭৮, ৬৭ আর ৬৯ রানের। আরেক ওপেনার জাকির আলি করেন ১৪ রান। ইমতিয়াজের ব্যাট থেকে আসে ৪৮ রান। হাফসেঞ্চুরির পর বিদায় নেন মার্শাল আইয়ুব। রজত ভাটিয়া করেন ৩৭ রান। ফরহাদ রেজা ২০ রান করে সাজঘরে ফেরেন।

২৬৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে মোহামেডানের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন বিপুল শর্মা। ৩১ রান আসে সাজেদুল ইসলামের ব্যাট থেকে। শামসুর রহমান ২৬ রানে বিদায় নেন। ম্যাচ সেরা হন শাহরিয়ার নাফিস।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ০৩ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।