ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আমলার শতক, লঙ্কানদের টার্গেট ৩০০

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ৩, ২০১৭
আমলার শতক, লঙ্কানদের টার্গেট ৩০০ ছবি: সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কা। আগে ব্যাট করে প্রোটিয়ারা ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৯৯ রান। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরিয়ান ওপেনার হাশিম আমলা আরও একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি হাঁকিয়ে আমলা করেন ১০৩ রান। তার ১১৫ বলের ইনিংসে ছিল ৫টি চার আর দুটি ছক্কার মার।

এই শতকের মধ্যদিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় পাঁচ নম্বরে চলে এলেন আমলা। সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি শচীন টেন্ডুলকারের। পন্টিং করেছেন ৩০টি সেঞ্চুরি। এছাড়া, জয়সুরিয়া ২৮ আর বিরাট কোহলি করেছেন ২৭টি সেঞ্চুরি। সাঙ্গাকারা ও আমলার সেঞ্চুরির সংখ্যা ২৫টি।

আরেক ওপেনার কুইন্টন ডি কক করেন ২৩ রান। তিন নম্বরে নামা ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ৭৫ রান। ৭০ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে নিজের ইনিংস সাজান প্লেসিস।

দলপতি এবিডি ভিলিয়ার্স ৪ রানে বিদায় নেন। ডেভিড মিলার করেন ১৮ রান। ক্রিস মরিস রান আউট হওয়ার আগে করেন ২০ রান। জেপি ডুমিনি ২০ বলে করেন অপরাজিত ৩৮ রান।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি (২২টি) লঙ্কানদের পেসার লাসিথ মালিঙ্গা ২০১৫ সালের পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে ওয়ানডে খেলতে নেমে ১০ ওভার বল করে ৫৭ রান খরচায় কোনো উইকেট নিতে পারেননি। নুয়ান প্রদীপ দুটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট নেন লাকমল ও সেকুজে প্রসন্ন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ০৩ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।