ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অর্ডার নিয়ে বিব্রত নন সাব্বির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ৩, ২০১৭
অর্ডার নিয়ে বিব্রত নন সাব্বির ব্যাটিং অর্ডার নিয়ে বিব্রত নন সাব্বির

লন্ডন থেকে: চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সাব্বির রহমানকে তিন নম্বরে দেখো গেলেও চ্যাম্পিয়নস ট্রফি’র মূল ম্যাচে তাকে নামানো হয় ছয় নম্বরে। ব্যাটিং অর্ডারের এমন ওঠানামায় একজন ব্যাটসম্যান বিব্রত হতেই পারেন।

কিন্তু সাব্বির বিব্রত হচ্ছেন না। বরং বাংলাদেশ দলের প্রয়োজনে যে অর্ডারেই তাকে নামানো হোক না কেন সেই অর্ডারেই তিনি খেলবেন।

টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে কোনো অর্ডারেই তিনি সমস্যা বোধ করবেন না বলেও জানালেন।

‘তিন বা ছয় নম্বরে ব্যাটিং করাটা বড় বিষয় নয়, দল  যেটা চায় সেটাই বড় বিষয়। এর আগে দল চেয়েছে বলে তিনে ব্যাটিং করেছি। দল তিনে ব্যাটসম্যান পেয়েছে তাই ছয়ে করেছি। ’ শনিবার (৩ জুন) লন্ডনের বেরিল্যান্ডসে অনুশীলনের সময় তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

...গত ১ জুন চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে দুই ব্যাটসম্যান উইকেট পেয়েছিলেন তাদের মধ্যে সাব্বির একজন। বাকিটি ছিল মাশরাফির। তাই সাব্বিরের কাছে জানতে চাওয়া হলো বোলিং অনুশীলন করছেন কী না।

সাব্বির জানালেন, ‘আমি বোলিং নিয়ে অনেক আগে থেকেই  কাজ করি। হয়তো বোলারদের জন্য বল করা হয় না। তবে আমি সবসময়ই চাই বল করার জন্য। আমি অলরাউন্ডার হিসেবেই আত্মপ্রকাশ করতে চাই। ’

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএসময় গণমাধ্যম কর্মীরা তার কাছে জানতে চান বোলিং বিভাগ নিয়ে দল চিন্তিত কী না? সাব্বিরের ভাষ্যমতে, ‘না বোলিং বিভাগ নিয়ে দল চিন্তিত না। কারণ আমরা ভালো ক্রিকেট খেলেছি। ৩ শ রান করার পরও ম্যাচ জিততে পারিনি কারণ ওরা স্বাগতিক দল। ঘরের মাঠের বাড়তি সুবিধাটা ওরা অবশ্যই নেবে। তাছাড়া ওরাও ভালো ক্রিকেট খেলেছে। আমরা যে খারাপ বল করেছি তাও না। আমাদের কিছু ভালো বলকেও ওরা চার-ছয় করে দিয়েছে। ’

তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের হারের দুঃস্মৃতি ভুলে টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইছে বলে জানালেন সাব্বির। ‘এ’ গ্রুপ থেকে সেমির আশা বাঁচিয়ে ‍রাখতে আগামী ৫ জুন (সোমবার) একই ভেন্যু লন্ডনের কেনিংটন ওভালে অজিদের ‍মুখোমুখি হবে মাশরাফির দল। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।  প্রসঙ্গত, বৃষ্টির কারণে ভেসে যায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করে দু’দল।

স্থানীয় সময়: ১৭১৩ ঘণ্টা, ৩ জুন, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।