ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, জুন ৪, ২০১৭
হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর এই ম্যাচ যদি হয় কোনো বিশ্ব প্রতিযোগিতায় তবে তো কথাই নাই। চিরপ্রতিদ্বন্দ্বী দু’দলের লড়াইয়ের এবারের মঞ্চ চ্যাম্পিয়নস ট্রফি। আর বিশ্বমঞ্চের এই একটি জায়গাতেই ভারতের বিপক্ষে সাফল্য আছে পাকিস্তানের।

রোববার (৪জুন) বার্মিংহামের এজবাস্টনে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

বিগত দিনগুলোতে দুই দেশের মধ্যকার দ্বৈরথ লক্ষ্য করলে অবশ্য পাকিস্তানের পাল্লাটিই ভারী।

কেননা ভারতের বিপক্ষে এ পর্যন্ত ১২৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৭২টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। আর ভারতের সুযোগ মিলেছে ৫১ বার। যদিও ক্রিকেটে পরিসংখ্যান শুধুই কাগজে কলমে হিসেবের জন্য। তারপরেও আনপ্রেডিকটেবল পাকিস্তান বলে কথা!

এদিকে পরিসংখ্যানে এগিয়ে থাকলেও বিশ্বমঞ্চে পাকিস্তান কেন জানি ভারতের কাছে কাবু হয়ে যায়। তবে চ্যাম্পিয়নস ট্রফিতেই কিছুটা আলাদা। দু’দল চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এখন পর্যন্ত তিনবার মুখোমখি হয়েছে। যেখানে পাকিস্তান দুটি জয়ের বিপরীতে হেরেছে একটিতে। ২০০৪ ও ২০০৯ আসরে জয় পায় পাকিস্তান। তবে সর্বশেষ ২০১৩ সালে ভারত প্রথমবার জয় তুলে নেয়।

ভারত আবার এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের প্রথম ম্যাচে খেলতে যাচ্ছে। এই টুর্নামেন্টে দলটি দু’বার শিরোপা ঘরে তুলেছে। তবে এখনও ভাগ্যে ট্রফির লিখন হয়নি পাকিস্তানের। এমনকি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালও খেলা হয়নি তাদের।

আজকের ম্যাচে অবশ্য পাকিস্তান থেকে বেশ এগিয়ে থেকে মাঠে নামবে ভারত। কেননা অভিজ্ঞতা ও শক্তিমত্তার বিচারে বিরাট কোহলির দলই এখন ফেভারিট। তবে মোটামুটি তরুণ দল নিয়ে গড়া পাকিস্তান সবসময়ই ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ওহাব রিয়াজ / জুনায়েদ খান, হাসান আলী।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ০৪ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।