ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে হটিয়ে এদিন রেকর্ডের পাতায় নিজের নাম লেখান আমলা। শেষ পর্যন্ত তিনি ১১৫ বলে ১০৩ রান করে আউট হন।
এছাড়া এদিন প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে ওয়ানডেতে ২৫তম সেঞ্চুরির করেন আমলা। এই শতকের মধ্যদিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় পাঁচ নম্বরে চলে এলেন আমলা। সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি শচীন টেন্ডুলকারের। পন্টিং করেছেন ৩০টি সেঞ্চুরি। এছাড়া, জয়সুরিয়া ২৮ আর বিরাট কোহলি করেছেন ২৭টি সেঞ্চুরি। সাঙ্গাকারা ও আমলার সেঞ্চুরির সংখ্যা ২৫টি।
আমলা এখন পর্যন্ত ১৫৪টি ওয়ানডে খেলেছেন, যেখানে ৫০.৬০ গড়ে তিনি ৭ হাজারেরও বেশি রান করেছেন। ২৫টি সেঞ্চুরির পাশাপাশি তার ৩৩টি হাফ সেঞ্চুরি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ০৪ জুন, ২০১৭
এমএমএস