ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

১০ টেস্টের পর ওয়ানডে দলে রোস্টন চেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জুন ৫, ২০১৭
১০ টেস্টের পর ওয়ানডে দলে রোস্টন চেজ রোস্টন চেজ/ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন রোস্টন চেজ। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন এ ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ সামনে রেখে দলে স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের হোম সিরিজটিতে (এপ্রিল-মে) সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২৫ বছর বয়সী চেজ। তিন টেস্টে ১০০.৭৫ গড়ে তার ব্যাট থেকে আসে ৪০৩।

দু’টি অর্ধশতকের পাশাপাশি সেঞ্চুরি হাঁকান দু’বার।

আফগানদের বিপক্ষে এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ও. ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় ৯ জুন (শুক্রবার) থেকে শুরু ওডিআই সিরিজ। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ যথাক্রমে ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

ওয়ানডে স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জোনাথন কার্টার, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জ্যাসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কাইরন পাওয়েল, রোভম্যান পাওয়েল।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ৫ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।