ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জুন ৫, ২০১৭
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে শঙ্কা বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে শঙ্কা

ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে লন্ডনে। তারপরও নিরাপত্তা নিয়ে সেখানে কোনো অনিশ্চয়তা না থাকলেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে শঙ্কা তৈরি হচ্ছে।

সন্ত্রাসী হামলার চেয়ে ম্যাচে বড় বাঁধা হিসেবে দেখা দিচ্ছে বৃষ্টি। লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি সম্পন্ন হতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।

গতকাল ভারত-পাকিস্তান ম্যাচেও বারবার হানা দিয়েছে বৃষ্টি। এর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ শেষ হতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে অজিদের।

বাংলাদেশের আজ দিবারাত্রির ম্যাচে মাঠে নামার কথা। লন্ডনের স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) শুরু হবে ম্যাচটি। কিন্তু, আবহাওয়ার পূর্বাভাস বলছে, স্থানীয় সময় অনুযায়ী বিকেল থেকেই বৃষ্টি শুরু হবে। স্থানীয় সময় বিকেল চারটায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও সন্ধ্যা সাতটায় তা রূপ নিতে পারে ভারী বৃষ্টিতে। রাত দশটায় আবারও হালকা বৃষ্টির পূর্বাভাস। যে বৃষ্টি দিবাগত রাত একটায় ভারী বর্ষণে রূপ নিতে পারে।

কমপক্ষে দুই ইনিংসে ২০ ওভার করে খেলা না হলে বাতিল হয়ে যাবে ম্যাচ। তাই ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কাটা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গত ১ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে শেষ চারের লড়াইয়ের পথ অনেকটাই কঠিন করে তুলেছে বাংলাদেশ। আগামী ৯ জুন কার্ডিফে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ০৫ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।