ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুন ৫, ২০১৭
টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম বাংলাদেশ। আর কিছু পরেই মাঠে গড়াবে ম্যাচটি। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (৫ জুন) লন্ডনের কেনিংটন ওভালে দিবারাত্রির হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। ‘এ’ গ্রুপ থেকে সেমির দৌড়ে দু’দলের জন্যই এটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ।

এই ভেন্যুতেই ৩০৫ রান করেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে হার মানে মাশরাফির দল। বার্মিংহামে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দু’দল পেয়েছে ১ পয়েন্ট করে।

লন্ডনে সন্ত্রাসী হামলার ঘটনার পর নিরাপত্তা নিয়ে সেখানে কোনো অনিশ্চয়তা না থাকলেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে শঙ্কা রয়েছে। সন্ত্রাসী হামলার চেয়ে ম্যাচে বড় বাঁধা হিসেবে দেখা দিতে পারে বৃষ্টি।

লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি পুরোটা সম্পন্ন হতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে। কমপক্ষে দুই ইনিংসে ২০ ওভার করে খেলা না হলে বাতিল হয়ে যাবে ম্যাচ। তাই ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কাটা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মইসেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রেভিস হেড, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৫ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।