ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদির পছন্দের ওপেনার টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুন ৫, ২০১৭
আফ্রিদির পছন্দের ওপেনার টেন্ডুলকার ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক দলপতি শহীদ আফ্রিদি সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজিয়েছেন। প্রায় ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে আফ্রিদি যাদের সয্গে খেলেছেন বা যাদের বিপক্ষে খেলেছেন তাদের নিয়েই এই একাদশ গড়েছেন।

আফ্রিদি তার সাজানো একাদশে কোনো দলপতির কোটা রাখেননি। ওপেনিংয়ে রেখেছেন ভারতের তথা ক্রিকেট বিশ্বের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে।

অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে আরেক ওপেনার হিসেবে রেখেছেন।

মিডিল অর্ডারে আফ্রিদির একাদশে রয়েছেন রিকি পন্টিং, ব্রায়ান লারা ও স্বদেশি ইনজামাম-উল-হক। শক্তিশালী ব্যাটিং লাইনআপ তৈরি করে আফ্রিদি আরও রেখেছেন কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিসদের।

বোলারদের তালিকায় পেসার হিসেবে রয়েছেন পাকিস্তানের গ্রেট ওয়াসিম আকরাম, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা আর ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশকে। আফ্রিদি দলে রেখেছেন একজন স্পিনারকে। তিনি অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ার্ন।

এক নজরে আফ্রিদির ওয়ানডে দল:
শচীন টেন্ডুলকার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, ইনজামাম-উল-হক, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা এবং
কোর্টনি ওয়ালশ।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ০৫ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।