ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ওভালে আবার বৃষ্টি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুন ৫, ২০১৭
ওভালে আবার বৃষ্টি ওভালে আবার বৃষ্টি

লন্ডন থেকে: কেনিংটন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে দিনের প্রথম বৃষ্টি হানা দিয়েছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শেষে। তখন অবশ্য গুঁড়ি গুঁড়ি নামছিলো। 

আর দ্বিতীয় দফায় হানা দিলো ১৬ ওভার শেষে। কিন্তু সমস্যা হল এখন বৃষ্টির মাত্রা দিনের প্রথম দফার তুলনায় অনেক ভারী।

গ্যালারিতে দর্শক একেবারেই নেই। সবাই উঠে ভীড় করেছেন উপরের ছাউনির নিচে।

এদিকে বৃষ্টির কারণে ওভালের আউট ফিল্ড ঢেকে দেয়া হয়েছে। তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এই  বৃষ্টি থামার নয়। আর এই বৃষ্টি সত্যিই না থামে এবং এই অবস্থায় ম্যাচ পরিত্যাক্ত হয় তাহলে দুই দলের মধ্যকার পয়েন্ট সমান ভাগাভাগি হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ১টি পয়েন্ট পাবে আর অস্ট্রেলিয়া পাবে ১টি।

আর তাতে করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের আশা টিকে থাকবে।

আর যদি ম্যাচ ২০ ওভার পর্যন্তও গড়ায় তাহলে কিন্তু বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ারই জিতে যাবে। সেইক্ষেত্রে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির আশাও শেষ হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২৪৩০ ঘণ্টা, ৬ জুন ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।