ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরের ম্যাচটা জিততেই হবে: সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জুন ৬, ২০১৭
পরের ম্যাচটা জিততেই হবে: সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮২ রান করেও সৌভাগ্যবশত পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এই স্কোরে জেতা যায় না মানেন টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, সেমি ফাইনালের আশা টিকে থাকার ‘সৌভাগ্য’কে পুরোপুরি কাজে লাগিয়ে পরের ম্যাচে জিততে চাইছেন সাকিব।

বৃষ্টির কারণে মাঝপথে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। লো-স্কোরিং জেতা ম্যাচে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো অস্ট্রেলিয়াকে।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ শেষ করতে পারেনি অস্ট্রেলিয়া। ফলে, সেই ম্যাচেও কিউইদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে অস্ট্রেলিয়াকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পয়েন্ট পাওয়াকে বাংলাদেশের সৌভাগ্য বলে মনে করছেন সাকিব, ‘বৃষ্টির ওপর কারো হাত নেই। অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য। এটা আমাদের জন্য সৌভাগ্য যে লো-স্কোরিং ম্যাচে পয়েন্ট পেয়েছি। এই ‘সৌভাগ্য’ যেন কাজে লাগাতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটা জেতা। আশা করি এই সৌভাগ্য আমরা কাজে লাগাতে পারব। ’

ক’দিন আগেই এই নিউজিল্যান্ডকে হারিয়েছে টাইগাররা। চেনা প্রতিপক্ষ হিসেবে টাইগাররা সম্প্রতি বেশ কয়েকটি ম্যাচ খেলেছে কিউইদের বিপক্ষে। সবশেষ এই দলটিকে ত্রিদেশীয় সিরিজে হারিয়ে ওয়ানডে তালিকায় ৬ নম্বরে ওঠেছিল বাংলাদেশ। তারও আগে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট-ওয়ানডে সিরিজ খেলেছে লাল-সবুজরা।

সাকিব যোগ করেন, ‘নিউজিল্যান্ড চেনা প্রতিপক্ষ। তাদের সঙ্গে জিততে হলে দলের ৪–৫ জনকে অবদান রাখতে হবে। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় বছর পর খেললাম। দলের বেশির ভাগ খেলোয়াড়ই ওদের সঙ্গে খেলেনি। কিন্তু, নিউজিল্যান্ডের বিপক্ষে বেশিরভাগ ক্রিকেটারই খেলেছে। সে তুলনায় নিউজিল্যান্ড আমাদের অনেক পরিচিত প্রতিপক্ষ। তাদের বিপক্ষে আমাদের চেষ্টা থাকবে ভালো করার। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৬ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।