ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন নাসির-মুমিনুল-বিজয়দের গাজী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জুন ৬, ২০১৭
চ্যাম্পিয়ন নাসির-মুমিনুল-বিজয়দের গাজী ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বৃষ্টির কারণে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি রিজার্ভ ডে’তে মাঠে গড়িয়েছিল। মঙ্গলবার (০৬ জুন) সুপার লিগের শেষ এই ম্যাচে গাজীকে ৬ উইকেটে হারিয়েছে দোলেশ্বর। তারপরও এই মৌসুমের চ্যাম্পিয়ন নাসির হোসেনের গাজী গ্রুপ।

আগের দিন বিকেএসপিতে অনুষ্ঠিত আবাহনী এবং শেখ জামালের ম্যাচে আবাহনী জিতে গেলে এই মৌসুমে গাজী এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে। শেখ জামালকে ৬ উইকেটে হারানো আবাহনীকে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়েও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো।

মুখোমুখি লড়াইয়ে আবাহনীকে হারিয়ে দেয়ার কারণে চ্যাম্পিয়ন হয় গাজী গ্রুপ। আবাহনীর সমান ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট গাজীর।

গতকাল বিকেএসপিতে বৃষ্টির কারণে গাজী আর দোলেশ্বরের ম্যাচ অর্ধেক হওয়ার পর থেমে যায়। আবাহনীর ম্যাচটিই শুধু ফল দেখেছে। শেখ জামালকে হারানোর পর ১৬ ম্যাচে আবাহনীর পয়েন্ট দাঁড়ায় ২৪। রিজার্ভ ডে তে ম্যাচ জিতে ১৬ ম্যাচে দোলেশ্বরের পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২৪, অবস্থান তৃতীয়। ১৬ ম্যাচ খেলে যথাক্রমে ২০, ১৬ আর ১৪ পয়েন্ট পেয়েছে প্রাইম ব্যাংক, মোহামেডান আর শেখ জামাল।

রিজার্ভ ডে তে দুটি ম্যাচই যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়। গতকাল বৃষ্টির বাধায় থেমে যাওয়া গাজী-দোলেশ্বরের ম্যাচে আগে ব্যাট করে ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে গাজী তোলে ২২২ রান। জবাবে, আজ ৪৪.৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে দোলেশ্বর জয়ের বন্দরে পৌঁছে।

অপর ম্যাচে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে মোহামেডান ২১৫ রান তোলে প্রাইম ব্যাংকের বিপক্ষে। জবাবে, ৪৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংক জয়ের বন্দরে পৌঁছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ০৬ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।