ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কার্ডিফ মিশনে লন্ডন ছেড়েছে টাইগাররা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুন ৬, ২০১৭
কার্ডিফ মিশনে লন্ডন ছেড়েছে টাইগাররা অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল

লন্ডন থেক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে টাইগাররা লন্ডনে দুটি ম্যাচ খেললেও অভিজ্ঞতা সুখকর হয়নি। সমর্থকদের প্রত্যাশা মেটাতে এবার কার্ডিফের উদ্দেশে লন্ডন ছেড়েছে লাল-সবুজের দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে মোকাবেলা করতে মঙ্গলবার (৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৫টায় লন্ডনের টিম হোটেল থেকে কার্ডিফের পথে রওনা হয় মাশরাফি বাহিনী। তিন ঘণ্টা বাস ভ্রমণ শেষে বাংলাদেশ সময় রাত ৮টায় কার্ডিফে পৌঁছানো কথা রয়েছে সাকিব-মুশফিকদের।

কার্ডিফ পৌঁছে দুই দিনের অনুশীলন শেষে ৯ জুন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

এর আগে ১ জুন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। এরপর ৫ জুন একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টি বাধায় পণ্ড হলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। মাত্র ১৮২ রানে অলআউট হওয়া বাংলাদেশ দলের জন্য অবশ্য সৌভাগ্যই বয়ে আনে।

এর ফলে দুই ম্যাচ শেষে ‘এ’ গ্রুপ থেকে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। ১ ম্যাচ খেলে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষে স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে ১ ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে চার নম্বরে গ্রুপের অপর দল নিউজিল্যান্ড।

** বিশ্বাস হচ্ছে না সাকিবের!

বাংলাদেশ সময় সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।