ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শোয়েব আখতারকে সবার উপরে রাখলেন ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুন ৭, ২০১৭
শোয়েব আখতারকে সবার উপরে রাখলেন ধোনি ছবি: সংগৃহীত

মহেন্দ্র সিং ধোনির ১৩ বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশি ভীতি ছড়িয়েছেন শোয়েব ‍আখতার! মুখোমুখি হয়েছেন এমন কঠিনতম বোলারদের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পেস আইকনকে সবার উপরে রেখেছেন ভারতের সাবেক অধিনায়ক।

বিশ্বের অনেক তারকা পেসারকে ফেস করেছেন, কিন্তু শোয়েব আখতারকে সেরা মানছেন ধোনি, ‘সব ফাস্ট বোলারই খুব কঠিন, আমার সীমিত টেকনিকে পেস বোলারদের মুখোমুখি হওয়াটা খুব কঠিন ছিল। এখনো যদি আমাকে একজনকে বাছাই করতে বলা হয় আমি শোয়েব আখতারকে বেছে নেব।

‘কারণটা খুবই সহজ। তিনি দ্রুতগতির পেসার ছিলেন, ইয়োর্কার বোলিং করতে পারতেন, বাউন্সার দিতেন কিন্তু আপনি কখনোই তা অনুমান করতে পারবেন না। তিনি ছিলেন অনেকটা আনপ্রেডিক্টেবল। ’-যোগ করেন ধোনি।

বর্তমানে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি মিশনে ধোনি। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। অসহায় আত্মসমর্পণই করে আখতারের উত্তরসূরিরা। ১২৪ রানের দাপুটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ৭ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।