ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

উইলিয়ামসনদের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জুন ৭, ২০১৭
উইলিয়ামসনদের জরিমানা ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের দৌড়ে বড় এক ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। তার ওপর যুক্ত হলো জরিমানা! স্লো ওভার রেটের কারণে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ ও দলের বাকি সদস্যদের ২০ শতাংশ হারে জরিমানা করেছে আইসিসি।

নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে থাকার কিউইদের জরিমানার আওতায় আনেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। কার্ডিফে অনুষ্ঠিত মঙ্গলবারের (৬ জুন) ম্যাচটিতে ৮৭ রানের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে ব্ল্যাক ক্যাপসরা।

সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিক শিবির।

উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড আবারো একই অপরাধ করলে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানায় আইসিসি।

গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে উইলিয়ামসনের দল। পরদিন ইংলিশদের মোকাবেলা করবে অস্ট্রেলিয়া। এ ম্যাচটির দিকে চেয়ে থাকবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের বিজয়ী দল। অজিরা হারলেই তারা উঠে যাবে শেষ চারে। তিন দলের পয়েন্ট যথাক্রমে ২, ১, ১।

‘এ’ গ্রুপের দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগি হয়। দু’টিতেই ছিল অস্ট্রেলিয়া। একটিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড, অন্যটিতে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ৭ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।