ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে ওহাবের পরিবর্তে রুম্মান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুন ৭, ২০১৭
পাকিস্তানে ওহাবের পরিবর্তে রুম্মান রুম্মান রাইস-ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির চলমান আসরে পাকিস্তানের ফাস্ট বোলার ওহাব রিয়াজ আর খেলতে পারবেন না, এটা পুরোনো খবর। ভারতের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়েন এ বাঁহাতি। ফলে সুস্থ হতে তার দুই সপ্তাহেরও বেশি সময় দরকার।

তবে পিসিবি আইসিসির ট্যাকনিক্যাল কমিটির কাছে ওহাবের পরিবর্তে একজন খেলোয়াড় নেয়ার আবেদন জানিয়েছে। যেখানে এখন পর্যন্ত কোনো ওয়ানডে না খেলা রুম্মান রাইসকে দলে নেওয়া হয়েছে।

ইনজুরিতে না পড়লে হয়তো এমনিতেই বাদ পড়তেন ওহাব। কেননা ভারতের বিপক্ষে বোলিং করতে গিয়ে বেশ খরুচে ছিলেন ওহাব। ৮.১ ওভার বল করে দিয়েছেন ৮৭ রান। ছিলেন উইকেট শূন্য।  

এ বছর ওহাব মাত্র চারটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যেখানে দুটি উইকেট নিতে তিনি ১৩০ গড়ে ২৬০ রান দিয়েছেন। ইকোনোমি ছিলো ৭.৭২।

ভারতের বিপক্ষে সে ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন পাকিস্তানের হাসান আলী ও মোহাম্মদ আমির। ফলে পেসার হিসেবে দলের আর বাকি রইলেন জুনায়েদ খান ও অলরাউন্ডার ফাহিম আশরাফ। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী ম্যাচে জুনায়েদকেই দলে নেওয়ার সম্ভাবনা বেশি।

আজ (৭ জুন) এজবাস্টনে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান লড়বে দক্ষিণ প্রোটিয়াদের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২৬৪৭ ঘণ্টা, ০৬ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।