ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের দেখা পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, জুন ৮, ২০১৭
জয়ের দেখা পেল পাকিস্তান ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে বাঁচা-মরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। বৃষ্টি আইনে প্রোটিয়াদের ১৯ রানে হারায় দলটি। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাজে ভাবে হারলেও এ জয়ে আসরে টিকে রইলো তারা।

এদিন প্রথমে ব্যাট করে দ.আফ্রিকা নির্ধারিত ৫০ ওভার শেষে ২১৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৭ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১১৯ রান তোলার পর বৃষ্টি শুরু হয়।

পরে বৃষ্টি আর না থামলে জয়ী ঘোষণা করা হয় পাকিস্তানকে। এ সময় ডার্কওয়ার্থ ও লুইস পদ্দতিতে তাদের টার্গেট দাঁড়িয়েছিল ১০১ রান।

টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামা সরফরাজ আহমেদের দল শুরুটা ভালোই করেছে। যেখানে এই টুর্নামেন্টে পাকিস্তান ওয়ানডের আট নম্বর দল হিসেবে শীর্ষ দল প্রোটিয়াদের বিপক্ষে খেলেছিল।

এজবাস্টনে এদিন ব্যাটিংয়ে শুরুটা ধীর গতির করেন প্রোটিয়া দুই ওপেনার কুইন্টন ডি কক ও হাশিম আমলা। তবে ৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি আসে তাদের ব্যাট থেকে। কিন্তু পাক স্পিনার ইমাদ ওয়াসিম ১৬ রানে থাকা আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আমলাকে ফেরত পাঠালে প্রথম উইকেট হারায় দ.আফ্রিকা।

আমলা পথ ধরে প্যাভিলিওনে ফেরেন ডি ককও। মোহাম্মদ হাফিজের বলে এলবি হওয়ার আগে করেন ৩৩ রান। ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন ডাক মেরে বিদায় নেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তাকে ফেরান ইমাদ। পরে ২৬ রান করে হাসান আলীর বলে বোল্ড হন ডু প্লেসিস।

ডেভিড মিলারের অপরাজিত ৭৫ ও শেষদিকে ক্রিস মরিস ও কাগিসো রাবাদার কার্যকরী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২শ’ ছাড়ায় প্রোটিয়াদের ইনিংসে। হাসান নেন সর্বোচ্চ তিনটি উইকেট। জুনায়েদ ও ইমাদ দুটি উইকেট করে ভাগ করে নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন অভিষিক্ত ফাখর জামান। তিনি ২৩ বলে ছয়টি চারের সাহায্যে ৩১ করে বিদায় নেন। এছাড়া সমান ৩১ করে অপরাজিত থাকেন বাবর আজম। শোয়েব মালিক ক্রিজ ছাড়েন ১৬ রানে অপরাজিত থেকে। প্রোটিয়াদের হয়ে তিনটি উইকেটই নেন মরনে মরকেল।
 
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ০৮ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।